সংবাদদাতা, বেলদা: দক্ষিণবঙ্গ যাত্রাশিল্প সমন্বয় সমিতির পক্ষ থেকে আয়োজন করা হল যাত্রা উৎসবের। রবিবার বেলদাতে আয়োজিত দ্বিতীয় বর্ষের এই যাত্রা উৎসবের উদ্বোধন করেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিহির চন্দ, যাত্রা অনুরাগী বিশিষ্ট শিক্ষক যুগজিত নন্দ সহ অন্যান্যরা। কলকাতার চিৎপুরের পশ্চিম মেদিনীপুরের বেলদা ও পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে রয়েছে যাত্রার প্রসার। সেই সমস্ত যাত্রা শিল্পীদের একত্রিত করে দক্ষিণবঙ্গ এবারের দ্বিতীয় বর্ষের যাত্রা উৎসবের আয়োজন। এই যাত্রা উৎসব উপলক্ষ্যে ৭ দিনে সাতটি যাত্রার আয়োজন করা হয়েছে বেলদার শৈলেন্দ্র রাইস মিল সংলগ্ন ময়দানে। উদ্যোক্তারা জানিয়েছেন যাত্রা শিল্পের প্রসার ঘটাতে ও শিল্পকে টিকিয়ে রাখতে উৎসবের আয়োজন।-নিজস্ব চিত্র