• সামাজিক বার্তা নিয়ে এবার বিবর্তন ফিল্ম প্রোডাকশনের নিবেদন শর্টফিল্ম ‘অক্সিজেন’
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
  • মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: শনিবার শুভমুক্তি হল বিবর্তন ফিল্ম প্রোডাকশনের ১৯তম শর্টফিল্ম ‘অক্সিজেন’। দিনহাটা শহরের একটি বেসরকারি হোটেলের হলঘরে ছবিটি মুক্তি পায়। এতে দিনহাটা শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী, দিনহাটা পুরসভার কাউন্সিলার শিখা নন্দী, বিশিষ্ট সমাজসেবী গোকুল সরকার, উত্তরের বিশিষ্ট চিত্র পরিচালক বান্টি মণ্ডল, অভিনেত্রী অর্পিতা দাস সহ অনেকেই উপস্থিত ছিলেন। পিতা পুত্রের অপত্য স্নেহকে উপজীব্য করে গল্প লিখেছেন চিকিৎসক উজ্জ্বল আচার্য। সেই গল্পকে অবলম্বন করেই শর্টফিল্মটি নির্দেশনা করেছেন অলোক সাহা। দিনহাটা শহরের বিশিষ্ট নাট্যকার সিতাংশু শেখর মুস্তাফি, তপন তালুকদার ও কল্যাণময় দাস অভিনয় করেছেন। শিশুশিল্পী দেবজ্যোতি আচার্যও এতে অভিনয় করেছে। উত্তরের পরিচিত মুখ বান্টি ও অর্পিতা জুটির অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে। শর্টফিল্মটি দেখে আপ্লুত দর্শকরা। 


    ২০০৪ সালে যাত্রা শুরু বিবর্তন প্রোডাকশনের। উত্তরবঙ্গের মধ্যে প্রথম তারাই শর্টফিল্ম নির্মাণ শুরু করে। অধ্যাপক অলোক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘মিসড কল’ নামে প্রথম শর্টফিল্ম তৈরি হয়। প্রতিটি শর্টফিল্মেই সামাজিক বার্তা দেওয়া হয়েছে। কখনও কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে, কখনও বা এইডস নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। সারোগেট মাদারদের নিয়ে তৈরি হয়েছে ‘সে আসছে’ শর্টফিল্ম। সাংবাদিক-চিকিৎসকদের সম্পর্ক নিয়ে তৈরি হয় ‘ভোরের আলো’। এই  শর্টফিল্মটি চিকিৎসকদের সংগঠন আইএমএ’র রাজ্য সম্মেলনের প্রদর্শিত হয়েছিল। পাশাপাশি উজ্জ্বল আচার্যের লেখা ‘গল্প, এই সময়’ গ্রন্থটি এবার কলকাতা বইমেলায় প্রকাশিত হবে। তাতে ‘অক্সিজেন’ গল্পটি অন্তর্ভুক্ত হয়েছে।


    ‘অক্সিজেন’ শর্ট ফিল্মটি দেখার পর দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, বিবর্তন ফিল্ম প্রোডাকশনের ‘অক্সিজেন’ সত্যিই খুব সুন্দর হয়েছে। এধরনের সামাজিক বার্তা বহনকারী শর্টফিল্ম আমাদের অনেক কিছুই শেখাল। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী বলেন, সামাজিক জীবনে সত্যিই আরও বেশি অক্সিজেন প্রয়োজন। বিষয়টি এই শর্টফিল্ম দেখার পর উপলব্ধি করলাম। শিল্পীদের অভিনয় প্রাণবন্ত।


    দিনহাটা পুরসভার কাউন্সিলার শিখা নন্দী বলেন, পরিবারে বাবা বটবৃক্ষের মতো। ‘অক্সিজেন’ সেকথা ফের মনে করিয়ে দিল। অভিনেত্রী অর্পিতা দাস বলেন, বিবর্তন ফিল্ম প্রোডাকশনের এখন উত্তরবঙ্গে পরিচিত নাম। ‘অক্সিজেন’ এ প্রথম আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করলাম। এটা এক অন্যরকম অনুভূতি। চিত্র পরিচালক বান্টি মণ্ডল বলেন, উত্তরের ফিল্ম জগতের অন্যতম ‘অক্সিজেন’ হলেন উজ্জ্বল আচার্য। বিবর্তন ফিল্ম প্রোডাকশন আরও এগিয়ে নিয়ে যাবে উত্তরের শিল্পকলাকে। বিবর্তন ফিল্ম প্রোডাকশনের কর্ণধার উজ্জ্বল আচার্য বলেন, শর্টফিল্ম তৈরির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ১ জুলাই পূর্ণদৈর্ঘ্যের ছায়াছবি মুক্তি পাবে। 
  • Link to this news (বর্তমান)