• মহাবীরস্থানে রেলগেট খোলা, ছুটল টয়ট্রেন, ঘটতে পারত বড় দুর্ঘটনা
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শিলিগুড়ির ব্যস্ততম বাজার মহাবীরস্থান এলাকার ক্রেতা-বিক্রেতারা। রবিবার সকাল সোয়া দশটা নাগাদ রেলগেট খোলা অবস্থাতেই যাত্রা করল টয়ট্রেন। কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো শিউরে ওঠেন ব্যবসায়ী ও উপস্থিত ক্রেতারা। ঘটনার পিছনে কার গাফিলতি রয়েছে তা জানতে ও তদন্তের দাবিতে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবে ব্যবসায়ী সংগঠন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলের কাটিহার ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। তিনি বলেন, আমাদের কাছে ঘটনার খবর আসার পরেই খোঁজখবর নেওয়া শুরু করেছি। গাফিলতি প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টয়ট্রেন সকালবেলা মহাবীরস্থান বাজার এলাকা দিয়ে বেরিয়ে যায়। সেই সময় মহাবীরস্থানে রেলগেট খোলাই ছিল। এই রেলগেট শহরের মধ্যে ব্যস্ততম। সব সময়ই লোকজন ও যানবাহন চলাচল করে। এছাড়া এই এলাকায় রেললাইনের দু’ধারে ২০০ স্থায়ী ও অস্থায়ী দোকান রয়েছে। জামাকাপড়  থেকে শুরু করে সব্জি, ফল ও ফুলের বাজারও বসে। এখানে দিনভর ঠাসা ভিড় থাকে। ছুটির দিন হওয়ায় এদিন ক্রেতা বিক্রেতাদের সংখ্যা অবশ্য কম ছিল। কিন্তু যাঁরা ছিলেন তাঁরা এমন ঘটনায় চমকে ওঠেন। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেলগেট কেন খোলা ছিল তা নিয়েও প্রশ্ন ওঠে। 


    এদিনের ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি মহাবীরস্থান ১ নম্বর রেলগেট ব্যবসায়ী সমিতির অভিযোগ, রবিবার বলে ক্রেতা, বিক্রেতা কম ছিল ঠিকই। তবে এই ঘটনা সপ্তাহের অন্যদিন হলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত। মহাবীরস্থান বাজারের ব্যবসায়ী সংগঠনের সভাপতি বাবলু পাল বলেন, আমরা রেলের কাছে এ ঘটনা নিয়ে অবশ্যই অভিযোগ দায়ের করব। গাফিলতির কারণ জানতে চাওয়া হবে।


     উল্লেখ্য, নয় বছর আগে এই মহাবীরস্থান রেলগেটেই টয়ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। 


    (মহাবীরস্থানে টয়ট্রেনের লাইনের দু’ধারে এভাবেই রয়েছে একাধিক দোকান। - নিজস্ব চিত্র।)
  • Link to this news (বর্তমান)