আজ থেকে দিনের অধিকাংশ মেট্রোর গন্তব্য দক্ষিণেশ্বর
বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নয়া আঙ্গিকে আজ সোমবার থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে। এতদিন অধিকাংশ মেট্রো রেক কবি সুভাষ থেকে দমদমের মধ্যে চলাচল করত। আজ থেকে পরীক্ষামূলকভাবে বেশিরভাগ মেট্রো রেক উত্তরমুখী প্রান্তে দক্ষিণেশ্বরে যাত্রা শেষ করবে। সারাদিনে মাত্র চারটি মেট্রো পরিষেবা দমদমে শেষ হবে। সংশ্লিষ্ট মেট্রো রেকগুলি সোম থেকে শনিবার কবি সুভাষ থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৮টা ২৭ মিনিট, সকাল ৮টা ৪৮ মিনিট, রাত ৯টা ১২ মিনিট এবং রাত ৯টা ৪০ মিনিটে। বছর শেষে নর্থ-সাউথ করিডরে নয়া এই ব্যবস্থাপনায় সারাদিনে ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। তবে ওই প্রান্তে দিনের প্রথম অবশ্য নোয়াপাড়া থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে। নয়া এই পরিষেবা আজ থেকে প্রথম চালু হতে চলেছে। যদিও দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৭টায় কবি সুভাষের উদ্দেশ্যে যাত্রা করবে। একই সঙ্গে দিনের শেষ মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৩৩ মিনিটে যাত্রী তুলে ডাউনে যাত্রা করবে। এতদিন রাত ৯টা ২৮ মিনিটে শেষ রেকটি ছাড়ত। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটের নাইট সার্ভিস আগের মতোই কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চলবে। অন্যদিকে, ছুটির দিন রবিবারে দেশের প্রথম মেট্রো পরিষেবায় সামান্য পরিবর্তন হতে চলেছে। এই দিনগুলিতে তিনটি পরিষেবা দমদম পর্যন্ত যাবে।