• অল্প বৃষ্টিতে জল জমে, দীর্ঘদিন পর শুরু রাস্তা-নিকাশি সংস্কার
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা। অবশেষে বহু বছর পর বেলগাছিয়ার কৃষ্ণ মল্লিক লেনে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করার কাজ শুরু হল। পাশাপাশি রাস্তাও নতুন করে বানানো হচ্ছে।


    বেলগাছিয়া মেট্রোর পাশেই কৃষ্ণ মল্লিক লেন। এই রাস্তা দিয়ে মিল্ক কলোনি যাওয়া যায়। পাশাপাশি কুণ্ডু লেনের সঙ্গে বেলগাছিয়া মেইন রোডকে যুক্ত করেছে এই পথ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘বহু বছর রাস্তা মেরামত হয়নি। পথটির বহু অংশ খারাপ হয়ে পড়েছিল।’ এবার নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় নতুন করে তৈরি হচ্ছে ম্যানহোল। নিকাশির নতুন পাইপলাইন বসছে। রমলা ঘোষ, মুস্তাকিম আহমেদ নামে দুই স্থানীয় বাসিন্দা জানান, ‘অল্প বৃষ্টিতেই জল জমে যায়। ভূগর্ভস্থ ছোট ড্রেন পুরনো।’ তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবিকা চক্রবর্তী বলেন, ‘বহু বছর রাস্তা সংস্কারের কাজ হয়নি। তাই নতুন করে ড্রেন তৈরি হচ্ছে। নতুন পাইপলাইন বসিয়ে নিকাশি ব্যবস্থারও উন্নয়ন হচ্ছে। পাশাপাশি পুরনো রাস্তা খুঁড়ে নতুন করে বানানো হচ্ছে। মানুষের যাতায়াত করতে সুবিধা হবে। রাস্তার উপরিভাগ মসৃণ হবে। ভোটের প্রচারে বেরিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষের অসুবিধার কথা শুনেছিলাম। তিন বছর ধরে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।’ - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)