• মাফিয়াদের তাণ্ডবে নষ্ট হচ্ছে চাষের জমি, হাড়োয়ায় বিক্ষোভ কৃষকদের
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ডিসেম্বর পড়তেই মাটি মাফিয়াদের বাড়বাড়ন্ত শুরু। বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁতে শুরু হয়েছে মাফিয়াদের দৌরাত্ম্য। এমনকী তিন ফসলি জমি থেকেও মাটি কেটে পাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে পথে নামলেন মানুষ। তাঁদের দফায় দফায় বিক্ষোভ ঘিরে রীতিমত শোরগোল পড়ে হাড়োয়া বিধানসভার চাঁপাতলায়। এই বিধানসভার শাসন, কীর্তিপুর, খড়িবাড়ি এলাকাতেও এই কারবার শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে অদৃশ্য কারণে কেউই মুখ খুলতে পারছেন না।


    জানা গিয়েছে, হাড়োয়ার চাঁপাতলা পঞ্চায়েত এলাকায় রয়েছে প্রায় দুই হাজারের বেশি তিন ফসলি জমি। তিনবার চাষাবাদ হয়। অভিযোগ, বেশ কিছু জমিতে ভেরি তৈরি করতে গিয়ে পাশের বিঘার পর বিঘা জমি নষ্ট করা হচ্ছে। চাষের জমির একাংশ দখল করে নিয়ে বড় বড় গর্ত তৈরি করেছে কারবারিরা। ফলে, জমির চরিত্র বদলে যাচ্ছে। বাধ্য হয়ে শনিবার দুপুর ও সন্ধ্যায় বিক্ষোভ দেখান এলাকার কৃষকরা। বিক্ষোভকারী সাহেব মোল্লা, আফসার আলি বলেন, মাটি মাফিয়ারা নিজেদের মতো করে ভেরি তৈরি করতে গিয়ে পাশের জমির চরিত্র বদল করে দিচ্ছে। যেভাবে কাজ হচ্ছে তাতে করে আগামী দিনে এলাকায় চাষাবাদ প্রায় বন্ধ হয়ে যাবে। বৃষ্টিতে জল সঠিকভাবে নিকাশি হবে না। এ নিয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন। আমরা অনেক দপ্তরে অভিযোগও জানিয়েছি।


    আর চাঁপাতলা পঞ্চায়েতের প্রধান প্রণতি বন্দ্যোপাধ্যায় বলেন, এনিয়ে লিখিত কোনও অভিযোগ আসেনি। এলেই ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, তিনফসলি জমিকে নষ্ট করা যাবে না। এটা আমরা সঠিকভাবে লাগু করব। এদিকে, আমডাঙায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজের জন্য তোলা মাটি রাতাতারি পাচারের অভিযোগ উঠল চণ্ডীগড় পঞ্চায়েত এলাকায়। প্রতিবাদে সরব হন এলাকার মানুষ। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)