আম্বেদকরকে অপমান ইস্যু: অমিত শাহের বিরুদ্ধে আজ বাংলাজুড়ে তৃণমূলের গর্জন
বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে অপমানের প্রতিবাদে আজ, সোমবার পথে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে তৃণমূলের কণ্ঠে আওয়াজ উঠবে, ‘আম্বেদকরকে অপমান মানছি না, মানব না’।
দেশের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতি সম্মান জানানো দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য। কিন্তু সংসদে দাঁড়িয়ে আম্বেদকরকে অপমান করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ স্বয়ং! এই অভিযোগ এনে অমিত শাহের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশমতো আজ, সোমবার রাজ্যজুড়ে পথে নামছেন তৃণমূল কর্মীরা। মমতা জানিয়েছেন, সোমবার বেলা ২টো থেকে ৩টা পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে ও পুরসভায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। সকলকেই আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হই।
আজ রাজ্যজুড়ে মিছিল, পথসভার আয়োজন করেছে তৃণমূল। অমিত শাহের বিরুদ্ধে নিন্দা ধ্বনিত হবে সর্বত্র। ওইসঙ্গে সংবিধান প্রণেতা আম্বেদকরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। অন্যদিকে জোড়াফুল শিবিরের তরফে আরও বলা হচ্ছে, বিজেপির নেতাদের ভাষাজ্ঞান নেই। ওরা বিভেদের রাজনীতি করে। অসম্মান করে মনীষীদের। কখনও বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে তো কখনও আক্রমণ করছে বাবাসাহেবকে! আসলে, বিজেপির রাজনীতি দেশের সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি থেকে এই আওয়াজ
উঠবে, ‘যে বিজেপি সংবিধান প্রণেতাকে অশ্রদ্ধা করে, তারা সংবিধানকে রক্ষা করবে কীভাবে?’ তাই দেশের সকল মানুষকে এগিয়ে এসে বিজেপির বিরুদ্ধে কণ্ঠস্বর জোরালো করার আহ্বান জানাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল।