সংবাদদাতা, উলুবেড়িয়া: হলদিয়া থেকে কলকাতা যাওয়ার পথে রাস্তার মাঝে উল্টে গেল গ্যাস বোঝাই একটি ট্যাঙ্কার। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে বাগনান থানার চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। ট্যাঙ্কারটি আড়াআড়িভাবে উল্টে যাওয়ায় কলকাতামুখী গোটা সড়কই কার্যত বন্ধ হয়ে যায়। একপাশ দিয়ে কোনওমতে গাড়ি চলাচলের ব্যবস্থা করে পুলিস। শেষমেশ প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় ওই ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরানো গিয়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে ট্যাঙ্কারটি কলকাতা অভিমুখে যাচ্ছিল। ভোর ৫টা নাগাদ বাগনানের চন্দ্রপুরের কাছে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ট্যাঙ্কারটি গ্যাস বোঝাই থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিস ও দমকল বিভাগের কর্মীরা। এদিকে, যেহেতু ট্যাঙ্কারটি গ্যাস ভর্তি, তাই সরানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি ছিল। না হলে বিস্ফোরণের আশঙ্কা ছিল। তাই দুর্ঘটনা এড়াতে খবর দেওয়া হয় গ্যাস সংস্থাকে।
এদিকে, ট্যাঙ্কার উল্টে যাওয়ায় কলকাতামুখী লেনের একপাশ দিয়ে কোনওক্রমে গাড়ি পাশ করানো হলেও তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ৩টে নাগাদ ট্যাঙ্করটিকে রাস্তা থেকে সরানো হয়। পুলিসের অনুমান, ভোরে কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। নিজস্ব চিত্র