• গড়চুমুকে হরিণদের খাবারের  জন্য একরজুড়ে বসছে ঘাস
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: গড়চুমুক জুলজিক্যাল পার্কের হরিণদের প্রাকৃতিক খাবার দেওয়ার উদ্যোগ। এজন্য জুলজিক্যাল পার্কের ভিতরেই ঘাস লাগানো শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সূত্রের খবর, প্রায় এক একর জায়গা জুড়ে ৬ থেকে ৭ প্রকারের ঘাস লাগানো হয়েছে। এভাবে চিড়িয়াখানাতেও অরণ্যের প্রাকৃতিক পরিবেশে মেলা খাদ্য হরিণদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


    হাওড়ার শ্যামপুরের গড়চুমুক জুলকিক্যাল পার্ক রাজ্যের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। কয়েক বছর আগে এই জায়গার নাম ছিল মৃগদাব। যদিও পরে সেই নাম পরিবর্তন করা হয়েছে। আর হরিণের পাশাপাশি এখানে এমু, ম্যাকাও, ময়ূর, নীলগাই, কুমীর, বাঘরোল, কচ্ছপ, পাইথন সহ ৫০ এর বেশি প্রজাতির পাখিও আছে। এমনকী এখানে বাঘ আনার পরিকল্পনাও আছে। তবে এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ এখানে থাকা শতাধিক হরিণ। এই হরিণগুলিকে প্রাকৃতিক খাবার দেওয়ার লক্ষ্যেই পার্কের মধ্যে ঘাস বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


    গড়চুমুক চিড়িয়াখানা সূত্রে খবর, আলফালফা, নেপিয়ার, সুবাবুল, বাঁশ, ভুট্টা সহ ৬/৭ ধরনের ঘাস বসানো হয়েছে। গড়চুমুক জুলজিক্যাল পার্কের রেঞ্জার তাপস দেব জানান, মূলত হরিণদের খাবারের জন্য প্রতিবছর ঘাস বসানো হয়। তবে এই বছর নতুন পরিকল্পনা করে অনেক বেশি জায়গা জুড়ে এই ঘাস বসানো হয়েছে। ঘাস বড় হলে চিড়িয়াখানার কর্মীরা তা কেটে হরিণদের খাওয়াবেন। এই ঘাস মূলত হরিণদের খাওয়ার জন্য লাগানো হয়েছে। আমরা তাদের জন্য জঙ্গলের প্রাকৃতিক খাবার আরও বেশি করে দেওয়ার চেষ্টা করছি।  নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)