শালিমার স্টেশনে প্রায় ১৮ লক্ষ টাকা সহ গ্রেপ্তার যাত্রী
বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার শালিমার স্টেশন থেকে রবিবার সকালে প্রায় ১৮ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেল পুলিস। অভিযুক্তের নাম বিনয় কুমার। তিনি হাওড়ার পি কে ব্যানার্জি রোডের বাসিন্দা বলে জানা গিয়েছে। এত টাকা তিনি কোথা থেকে নিয়ে এসেছেন, তার সদুত্তর দিতে না পারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে রেল পুলিস।
জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ৪৫ মিনিটে পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস শালিমার স্টেশনে ঢোকার কথা থাকলেও প্রায় ২০ মিনিট দেরিতে আসে। যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে বাইরে বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর সন্দেহভাজন ওই ব্যক্তিকে একটি বড় ব্যাগ নিয়ে ৩ নম্বর প্ল্যাটফর্মে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত রেল পুলিসের আধিকারিকরা। তখনই সন্দেহ হয় তাঁদের। ওই ব্যক্তিকে নাম, ঠিকানা জিজ্ঞাসা করে পুলিস জানতে পারে, তিনি দুরন্ত এক্সপ্রেসে করেই শালিমার স্টেশনে এসেছেন। তাঁর কাছ থেকে পাটনা থেকে শালিমারের একটি টিকিটও পাওয়া যায়। তবে তিনি কারওর জন্য সেখানে অপেক্ষা করছিলেন কি না, জিজ্ঞাসাবাদে তা স্পষ্ট করেননি। এরপর সন্দেহ জোরালো হওয়ায় অভিযুক্তের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই চোখ কপালে ওঠে আধিকারিকদের। দেখা যায়, ব্যাগের ভিতরে থরে থরে সাজানো রয়েছে ৫০০ ও ১০০ টাকার নোট। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে মোট ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা।
এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, কোথা থেকে ও কী উদ্দেশ্যে টাকা নিয়ে এসেছেন তিনি— রেল পুলিসের কোনও প্রশ্নেরই জবাব দিতে পারেননি অভিযুক্ত বিনয় কুমার। জিআরপির এক আধিকারিক বলেন, ‘আয়কর দপ্তরকে খবর দেওয়া হয়েছে। অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনও অসৎ উদ্দেশ্যে এই টাকা নিয়ে আসা হতে পারে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ প্রসঙ্গত, গত নভেম্বর মাসেও হাওড়া স্টেশন থেকে হরিশকুমার বর্মা নামের এক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না, রুপোর মূল্যবান মূর্তি ও নগদ প্রায় ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছিল রেল পুলিস। নিজস্ব চিত্র