• নতুন টোপেও ধরা দিতে নারাজ জ়িনাত, বাঘিনি এখনও পুরুলিয়ায়
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৪
  • বাঘিনি জ়িনাত-কে ঘরে ফেরাতে মরিয়া বনদপ্তর। বদলানো হয়েছে টোপও। মোষ বা ছাগলের বদলে এ বার তার জন্য শুয়োরের টোপ দেওয়া হয়েছে। কিন্তু সেই ফাঁদেও পা দিল না জ়িনাত। সোমবার সকালেও তার অবস্থান পুরুলিয়া জেলার বান্দোয়ানে যমুনা রেঞ্জের কুইলাপাল বিটের রাইকা পাহাড়তলির জঙ্গলেই।

    জ়িনাতকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টার কোনও খামতি রাখতে নারাজ বন দপ্তর। রবিবার রাতভর বনদপ্তরের বিশেষ ট্রাঙ্কুলাইজ়ার টিম, স্যাটেলাইট মনিটরিং, থার্মাল ইমেজ স্ক্যানিং, নাইট ভিশন ড্রোন মনিটরিং-এর মাধ্যমে বাঘিনির অবস্থান বুঝে ফাঁদ পাতার চেষ্টা করছে। কিন্তু কোনও ফাঁদেই পা দিতে নারাজ জ়িনাত। আর তাই চিন্তা বাড়াচ্ছে বন বিভাগের। রবিবার বান্দোয়ানের রাইকা পাহাড় ও জঙ্গল ঘেরা কেশরা, কায়রা, সগেডি, লেদাশাল, চিরুগাড়ু, বারুডি-সহ একাধিক গ্রামের মানুষকে সতর্ক করা হয়েছে বনদপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বনদপ্তর সূত্রে খবর, ওডিশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে আরও ১৫ জনের একটি বিশেষ টিম আসবে জ়িনাতকে ঘরে ফেরাতে নিয়ে যাওয়ার জন্য।

    যদিও জ়িনাতকে নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, বারবার বলা হচ্ছে বনদপ্তরের পক্ষ থেকে। পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন, 'জঙ্গলের মধ্যে জ়িনাত সুস্থ রয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। জনসাধারণ এবং বাঘিনি, উভয়ের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য সমস্ত পদক্ষেপ করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। দয়া করে গুজব রটাবেন না। আমরা ওকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি।’

    উল্লেখ্য, মহারাষ্ট্রের আন্ধেরি–তাডোবার জঙ্গল থেকে জ়িনাতকে আনা হয়েছিল ওডিশার সিমলিপালে। গত ২৪ নভেম্বর সিমলিপাল টাইগার রিজ়ার্ভের মুক্ত জঙ্গলে ছাড়াও হয় তাকে। কিন্তু বছর তিনেকের জ়িনাতের বেশি দিন মন টেকেনি সেখানে। প্রায় ১৫০ কিলোমিটার পার করে মঙ্গলবার সে এসে পৌঁছয় ঝাড়খণ্ডের চাকুলিয়ার জঙ্গল এলাকায়। এর পর ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ার জঙ্গলে পৌঁছয় সে। কিন্তু কোনওভাবেই জ়িনাতকে বাগে আনতে পারছেন না বনদপ্তরের কর্মীরা।

  • Link to this news (এই সময়)