• দুলাভাই ইউনূসের কাজে এখন বিরক্তই আশফাক
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, বর্ধমান: নোবেলজয়ী জামাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে সীমান্তের ওপারে শান্তি ফিরবে বলে আশা করেছিলেন এপার বাংলার আশফাক হোসেন। শুধু আশা? আশফাক ছিলেন রীতিমতো প্রত্যয়ী। আর এখন তিনি মুহাম্মদ ইউনূসের কাজকর্মে খানিকটা বিরক্তই। যদিও বাংলাদেশে শান্তি ফিরবে, সেই আশা তিনি ছাড়ছেন না।

    বর্ধমানের লস্করদিঘির আশফাক সম্পর্কে মুহাম্মদ ইউনূসের শ্যালক। যে দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের নাম সামনে আসে, সে দিন আশফাক বলেছিলেন, ‘লিখে রাখুন আমার জামাইবাবু বাংলাদেশে শান্তি ফেরাবেনই।’ শুধু তা–ই নয়, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে, সে আশাও ছিল তাঁর। বলেছিলেন, ‘হাসিনার সময়ের থেকেও বেশি সুসম্পর্ক হবে। আমার দুলাভাই কী মাপের মানুষ আপনারা জানেন না। একে তো মানুষের সঙ্গে সহজে সম্পর্ক গড়ে তুলতে পারেন। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে ওঁর বরাবর ভালো সম্পর্ক।’

    এরপর দেখতে দেখতে মাসচারেক সময় পেরিয়েছে। আর এর মধ্যে বাংলাদেশ সম্পর্কে আগ্রহই হারিয়ে ফেলেছেন আশফাক। এমনিতেই নানা শারীরিক সমস্যায় জেরবার। তার মধ্যে বাংলাদেশের প্রসঙ্গ উঠতে রবিবার বিরক্তই হলেন— ‘কী আর বলব। দুলাভাই আসার পরে ভেবেছিলাম আরও ভালো হবে, শান্তি বজায় থাকবে। সবই তো দেখছেন। আমারও আর ভালো লাগছে না। দুলাভাই তাঁর মতো থাক। আমি আমার মতো থাকি। আমার রাজ্য, আমার দেশ যেন ভালো থাকে। এখানে সবাই তো আমরা খুব সুন্দর ভাবে মিলেমিশে থাকি। বাংলাদেশের খবরও রাখতে ইচ্ছে করে না।’

    বাড়ি ভর্তি দিদি-জামাইবাবুর ছবি। অ্যালবামের পাতা উল্টে কোনও সময়ে দেখেছেন? মনে পড়ছে কোনও বিশেষ মুহূর্তের কথা? আশফাক বলেন, ‘দুলাভাইয়ের মতো অমায়িক মানুষ সচরাচর দেখা যায় না। মাটির মানুষ। অমন শান্ত, নম্র, বিনয়ী, মিষ্টভাষী মানুষ আমি আর দেখিনি। ওঁর জ্ঞান, কর্মজীবনের কথা সকলেই জানেন। পড়শি দেশের প্রধান পদে বসেছেন। ওঁর মতো মানুষকে শান্তি ফেরাতে এমন সব কাজ করতে হচ্ছে! দায়িত্ব ওঁর অনেক।’

    ২০০৬–এ নোবেল পেয়েছিলেন ইউনূস। তার পরে আর একবারই এসেছিলেন শ্বশুরবাড়ি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, আশফাকের বড়দি আফরোজ়ও। সেই সব কথা মনে রয়েছে আশফাকের। কিন্তু অতীত আর বর্তমানে যে মিল নেই! দীর্ঘশ্বাস ফেলে আশফাক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়লে কষ্ট হয়। কেমন দম বন্ধ হয়ে আসে। কথাও বলতে ইচ্ছে করছে না আর...’

  • Link to this news (এই সময়)