• শীতের ব্যাটিং থমকে, বাংলায় উধাও কনকনে ঠান্ডা, বছর শেষে আবহাওয়া কি বদলাবে? ...
    আজকাল | ২৩ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শীতের ঝোড়ো ব্যাটিং আপাতত থমকে রয়েছে। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে পারতপক্ষে ভরপুর শীতের আমেজ নেই। রয়েছে মনোরম আবহাওয়া। ভোরের দিকে প্রায় সমস্ত জেলাতেই কুয়াশা রয়েছে। বেলা বাড়লেই উধাও হচ্ছে শীতের চেনা দৃশ্য। লাগছে না সোয়েটার, চাদর। বছর শেষে আবহাওয়ার রূপবদল কি হবে? 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। অর্থাৎ বড়দিনে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না। আগামী শুক্রবার আরও একটি পশিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে আবারও বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। এর জেরে বছর শেষেও কনকনে ঠান্ডার আমেজ ফেরার সম্ভাবনা কম। 

    আজ, সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোথাও সতর্কতা জারি হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ঘন কুয়াশার কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই তিন জেলায় দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে।
  • Link to this news (আজকাল)