কলকাতা থেকে শীত ভ্যানিশ! বড়দিনের পরেই নামবে শহরের তাপমাত্রা
বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারান্দায় পৌষ, শীতের দেখা নাই রে! কলকাতার আবহাওয়ার হালহকিকত এখন এমনটাই। পৌষ মাসের প্রথম এক সপ্তাহ পার করলেও কলকাতায় দেখা নেই হাড় কাঁপানো ঠাণ্ডার। বরং শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের তুলনায় বেশিই। রবিবারের পর সোমবারও পরিস্থিতি বদল হওয়ার আশা নেই। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২-৩ দিনের মধ্যে কলকাতায় হাওয়া বদলের আশা নেই। ফলে এবছর ‘উষ্ণ’ই থাকছে বড়দিন।
হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক, সোমবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি ও ১৭ ডিগ্রির আশেপাশে। গতকাল এই তাপমাত্রা ছিল যথাক্রমে ২৪.৬ ও ১৬.২ ডিগ্রি। এক্ষেত্রে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। যদিও, সোমবার সকালে আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন।
আবহাওয়া দপ্তরের দাবি, পুবালি বাতাসের ধাক্কায় বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে। সেই সঙ্গে পশ্চিমি ঝঞ্ঝার জন্য উত্তুরে হাওয়া এখনও জোরদার হয়নি। ফলে কলকাতায় এখন তাপমাত্রা থাকতে চলেছে ১৬ থেকে ১৭ ডিগ্রির আশেপাশেই। যদিও চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে নামতে পারে বলেও আশা শুনিয়েছে হাওয়া অফিস।