• কোচবিহারে উদ্ধার হল ২৫ লক্ষ টাকার মাদক, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ
    আনন্দবাজার | ২৩ ডিসেম্বর ২০২৪
  • কোচবিহারে উদ্ধার হল প্রায় ২৫ লক্ষ টাকার মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট! তবে অভিযুক্তকে ধরতে গিয়ে পরিবার এবং প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন খোদ পুলিশ কর্মীই। কোচবিহারের তুফানগঞ্জ ১ ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকায় ঘটনাটি ঘটেছে।

    রবিবার পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার হামিদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছিল তুফানগঞ্জ থানা পুলিশ। পুলিশের কাছে খবর ছিল, অসম থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন ওই ব্যক্তি। সেই মতো হামিদুলের বাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল। তবে এলাকায় পৌঁছতেই হামিদুলের পরিবার ও প্রতিবেশীরা পুলিশকে ঘিরে ধরেন বলে অভিযোগ। পুলিশকর্মীদের উপর হামলাও চালানো হয়। সুযোগ বুঝে পালিয়ে যান অভিযুক্ত যুবক। ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হয়েছেন।

    প্রথম চেষ্টার পিছু হটলেও এর পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি বড় দল। হামিদুলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২০ থেকে ২৫ হাজার মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। এ ছাড়াও অভিযুক্তের বাড়ি থেকে নগদ ছয় লক্ষ টাকা, তিনটি মোবাইল এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের বাড়িটিও সিল করে দিয়েছে পুলিশ।

    কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা বলেছেন, ‘‘পুলিশের কাছে খবর ছিল, অসম থেকে মাদক ট্যাবলেট নিয়ে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন এক যুবক। সেই খবরের ভিত্তিতে ওই যুবকের বাড়িতে অভিযান চালায় তুফানগঞ্জ থানার পুলিশ। কিন্তু যুবকের পরিবার এবং প্রতিবেশীরা বাধা সৃষ্টি করে তাঁকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। অভিযুক্তের খোঁজ চলছে। খুব দ্রুতই তাঁকে গ্রেফতার করা হবে।’’ অভিযুক্তের পরিজনদের আক্রমণে দুই পুলিশকর্মী জখম হয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযানে যাঁরা বাধা সৃষ্টি করেছিলেন, তাঁদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • Link to this news (আনন্দবাজার)