বাবাকে খুন করে আলমারিতে, দাদাকে খুন করে সেপটিক ট্যাঙ্কে, হাড়হিম দুই হত্যাকাণ্ডে শিহরিত সকলে...
আজকাল | ২৩ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাবাকে খুন করে আলমারিতে লুকিয়ে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে। খবর পেয়ে আলমারি ভেঙে দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বিজয় বৈশ্য। সোমবার কোচবিহারের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের বৈশ্যপাড়ার যে বাড়িটিতে এই ঘটনা ঘটেছে তার ঠিক পাশেই একটি সেপটিক ট্যাঙ্ক থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে প্রণব বৈশ্য পলাতক।
জানা গিয়েছে, প্রণব নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় বাবাকে মারধর করত। রবিবার রাতেও সে তার বাবাকে মারধর করে। অবস্থা এমন হয় যে আশেপাশের লোকজন তাকে আটকাতে গেলে তাদেরকে প্রণব কাটারি নিয়ে তাড়া করে। এরপর সে তার বাবাকে খুন করে লেপের মধ্যে মুড়িয়ে আলমারিতে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। এরপর এক মাছ ব্যবসায়ী সোমবার তার বাড়িতে মাছ নিয়ে গেলে কয়েক ফোটা রক্ত দেখতে পায়। একটি চিঠিতে সে দেখে লেখা রয়েছে, 'বাবাকে নিয়ে চেন্নাই চিকিৎসার জন্য যাচ্ছি।' অন্যদিকে এদিন সকালে আশেপাশের লোক দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ আলমারি থেকে বিজয়ের দেহ উদ্ধার করে।
প্রণবের এক ভাই দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ ছিল। পুলিশের সন্দেহ হওয়ায় এদিন পুলিশ তাদের বাড়ির সেপটিক ট্যাঙ্ক তল্লাশি করে নীল প্লাস্টিক মোড়া একটি পচাগলা দেহ উদ্ধার করে। তাদের সন্দেহ, দেহটি প্রণবের দাদার এবং তাকে খুন করে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। এই খুনের জন্যও প্রণবকে সন্দেহ করছে পুলিশ। অভিযুক্তকে ধরতে পুলিশের বিশেষ টিম তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।