আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সুতি থানার হাঁপানিয়া এলাকায় পোলট্রি ফার্মের মধ্যে জাল দেশি মদ তৈরি করার অভিযোগে সোমবার বিকেল তিন জনকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান," ওই ফার্ম থেকে কিছু দেশি মদ এবং তা তৈরির বেশ কিছু উপকরণ উদ্ধার হয়েছে। বেআইনিভাবে মদ তৈরি কাজে যুক্ত থাকার অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।'
ধৃতরা বরুণ দাস, হৃদয় দাস এবং বিকাশ দাস বলে জানা গিয়েছে। সকলের বাড়ি সুতি থানা এলাকায়। পুলিশ জানায়, অভিযুক্তরা হাঁপানিয়া গ্রামে লোক চক্ষুর আড়ালে একটি পোলট্রি ফার্ম তৈরি করে। সেখানেই নামী সংস্থার জাল লোগো বানিয়ে দেশি মদ তৈরি করে তারা বাজারে বিক্রি করছিল। পুলিশ সূত্রের খবর, ওই ফার্মে কোনওরকম স্বাস্থ্যবিধি না মেনে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে দেশি মদ তৈরি করা হত। এরপর বোতলে ভরে তাতে নামী একটি সংস্থার জাল স্টিকার এবং লোগো লাগিয়ে বাজারে বিক্রি করা হচ্ছিল।
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, সুতির ওই পোলট্রি ফার্মে জলের সঙ্গে কয়েকটি রাসায়নিক বিভিন্ন মাত্রায় মিশিয়ে তার মধ্যে অ্যালকোহল দিয়ে দেশি মদ তৈরি করা হচ্ছিল। এই রাসায়নিকগুলি কতটা স্বাস্থ্যসম্মত তার খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশের দাবি, ওই ফার্মে যেভাবে মদ তৈরি হত তা অত্যন্ত বিপজ্জনক। অ্যালকোহলের সঙ্গে যে বিশেষ ধরনের রাসায়নিক পাউডার এই ফার্মে মেশানো হত তার রাসায়নিক বিক্রিয়ার ফলে এই মদ দীর্ঘদিন রেখে পান করলে তা বিষে পরিণত হতে পারে বলে তাদের আশঙ্কা।