• মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর, শ্বাসরোধ করে খুন! বাগুইআটিতে স্বামী সহ পাঁচজনকে গ্রেপ্তার পুলিশের
    আজকাল | ২৩ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে বাগুইআটিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক মহিলার মৃতদেহ। তাঁকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় মৃত মহিলার স্বামী সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    মৃত মহিলার পরিবারের অভিযোগ, প্রায় রোজ মত্ত অবস্থায় তাঁকে মারধর করতেন স্বামী। যা নিয়ে প্রায়ই অশান্তি হত। গতকাল, রবিবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ফেরেন স্বামী। সামান্য বচসার পর এরপর তাঁকে মারধর করতে শুরু করেন। পরিবারের অভিযোগ, মহিলাকে মারধর করে শ্বাসরোধ করে খুন করেন স্বামী। এরপর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেহ দেহটি। প্রমাণ লোপাটের জন্য মহিলার দেহ ঝুলিয়ে দেন তাঁরা। 

    পরিবারের তরফে অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আজ বিকেল চারটের সময় ময়নাতদন্ত হওয়ার কথা। পাশাপাশি এই ঘটনায় মহিলার স্বামী সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
  • Link to this news (আজকাল)