• ঝাড়খণ্ড পাচারের আগেই পাকড়াও আট লরি আলু, গ্রেপ্তার ১০
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরুলিয়া: এরাজ্য থেকে ভিনরাজ্যে আলু রপ্তানি নিয়ে কড়াকড়ি চলছেই। এরইমধ্যে বাংলা ঝাড়খণ্ড সীমানায় আটক করা হল আট বস্তা আলু বোঝাই লরি। রবিবার মধ্যরাতে পুরুলিয়ার সাঁওতালডিহি থানার পুলিস এই লরিগুলিকে আটক করেছে। ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।


    পুলিস সূত্রে খবর, রবিবার রাত ১টা নাগাদ সাঁওতালডিহি থানার আওতায় ঝাড়খণ্ড বর্ডারের কাছে নাকা চেকিং -এর সময় আলু বোঝাই গাড়িগুলি পাকড়াও করা হয়।  পুলিস চালক ও খালাসির কাছে গাড়ির কাগজপত্র দেখতে চাওয়ায় তাঁরা সেগুলি দিতে পারেনি। বৈধ কাগজ না থাকায় গাড়িগুলিকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।


    আটক করা গাড়িগুলি থেকে  প্রায় ২০০ টন আলু বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িগুলি আটক করার পাশাপাশি খালাসি ও চালক-সহ মোট ১০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতদের আজ  রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।


     
  • Link to this news (বর্তমান)