• এটিএম জালিয়াতির অভিযোগ, গ্রেপ্তার ৩
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: এটিএম জালিয়াতির অভিযোগে আলিপুরদুয়ারের ভাটিবাড়ি থেকে গ্রেপ্তার করা হল তিনজনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর এটিএম কার্ড, এটিএম ব্লকার স্টিক এবং নগদ। গতকাল অর্থাৎ রবিবার রাতে ভাটিবাড়ি আউটপোস্টের পুলিস ওই তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের কামাখ্যাগুড়ি আউটপোস্টের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, গতকাল রাতে কামাখ্যাগুড়ি পুলিস এক ব্যক্তির কাছ থেকে এটিএম জালিয়াতির অভিযোগ পেয়েই প্রতারকদের গাড়িটিকে ধাওয়া করে। কোচবিহারের তুফানগঞ্জ ঘুরে গাড়িটি আলিপুরদুয়ারে ঢুকলে ভাটিবাড়ি আউটপোস্টের পুলিস ধাওয়া করে তাদের ধরে ফেলে। এলাকার পুলিস সুপার জানিয়েছেন, ধৃতরা উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা। তাদের কাছ থেকে ৪৮টি এটিএম কার্ড, ৫টি এটিএম ব্লকার স্টিক এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে একটি বিলাসবহুল গাড়িও।
  • Link to this news (বর্তমান)