• অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ১২ লক্ষের প্রতারণা! আটক মুহুরি...
    ২৪ ঘন্টা | ২৩ ডিসেম্বর ২০২৪
  • তথাগত চক্রবর্তী: এবার মডেল ও সিরিয়াল অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১। শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেল করারও অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। ধৃতকে সোমবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে ফারহাদ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিস। অভিযুক্ত ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী বছর খানেক আগে আইনি সমস্যায় পড়েছিলেন। সেই সময় তার সঙ্গে পরিচয় হয় ফারহাদ খানের। সে ব্যাঙ্কশাল কোর্টে মুহুরির কাজ করে। নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে বলে অভিযোগ। ক্রমশ সম্পর্ক গাঢ় হয় তাদের মধ্যে। দু'জনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। অভিনেত্রীর গাড়িও ব্যবহার করতেন ফারহাদ।

    এমনকী বিভিন্ন সময় নিজের আর্থিক সমস্যা দেখিয়ে প্রায় ১২ লক্ষ টাকা নেয় সে। পরে অভিনেত্রীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন ফারহাদ। এই ঘটনায় অভিনেত্রী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনায় বারুইপুর পুলিস জেলার ডিএসপি ক্রাইম ফয়জল বিন আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।

  • Link to this news (২৪ ঘন্টা)