• ‘১০০ শতাংশ সন্তুষ্ট নই’, বিজেপির সংগঠন নিয়ে মিঠুনের মন্তব্যে চর্চা
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৪
  • টার্গেট ছিল ১ কোটি। পাশ মার্কসও জোটেনি। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের ‘ব্যর্থতা’ ঢাকতে ‘মহাগুরু’ বলেছিলেন, ‘টার্গেট একটু বেশিই দেওয়া হয়।’ সদস্য সংখ্যা না বাড়লে সংগঠন আদৌ মজবুত হবে কী করে? প্রশ্ন উঠেছে রাজ্য বিজেপির অন্দরেই। সেই সংগঠন নিয়ে এ বার বিস্ফোরক দাবি করলেন মিঠুন চক্রবর্তী। সদস্য সংগ্রহ অভিযান নিয়ে টালবাহানার মাঝেই সোমবার মিঠুনের স্পষ্ট দাবি, ‘আমি বিজেপির সংগঠন নিয়ে ১০০ শতাংশ সন্তুষ্ট নই।’

    এ দিন বর্ধমানে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানেই তিনি বলেন, ‘আমি প্রকাশ্যেই বলছি, আমাদের আরও শক্তিশালী হতে হবে। নিজেদের মধ্যে যা আছে, তা মিটিয়ে একসঙ্গে লড়তে হবে। পশ্চিমবঙ্গের যা অবস্থা আমরা সবাই মিলে যদি একত্রে না লড়াই করি তাহলে কালকের দিনে এটাও একটা বাংলাদেশ হবে, আমাদের ভবিষ্যৎ অন্ধকার।’

    গত ২৭ অক্টোবর সল্টলেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুরু হয়েছিল সদস্য সংগ্রহ অভিযান। টার্গেটে ৩০ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। এর মাঝেই সংগঠন নিয়েও নতুন বিতর্ক উস্কে দিলেন মিঠুন। সংগঠনের বেহাল অবস্থার মাঝেও গোষ্ঠীদ্বন্দ্বের বাড়বাড়ন্ত রয়েছে বলেও মেনে নেন তিনি।

    মিঠুন বলেন, ‘এর কারণ হচ্ছে সবার সব কিছু চাই। একজন যদি জেলা সভাপতি হন তখন পিছন থেকে আরও একজন বলছেন তুই জেলা সভাপতি, তা হলে কী ভাবে তোর পা’টা কাটি দেখ, এটাই চলছে। এই বিষয়টাকে সবাইকে বুঝিয়ে মাঠে নামতে হবে।’ মিঠুনের সংযোজন, ‘কিছু পাওয়ার ইচ্ছাটা ভুল নয়, যাঁরা এতদিন ধরে রাজনীতি করে তাঁরাও চায় আমি কিছু পাই। সব ঠিক হয়ে যাবে কিছু দিন সময় চাই।

  • Link to this news (এই সময়)