• বড়দিনে মেট্রো পরিষেবা নিয়েও ‘বড়’ ঘোষণা, নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন ক্রিসমাসের সন্ধ্যায়
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৪
  • বড়দিন মানেই গোটা শহর পার্ক স্ট্রিটমুখী। ক্রিসমাস ক্যারল, কেকের গন্ধ, আলোর মালাকে সাক্ষী রেখে বছর শেষের সবটুকু আনন্দ চেটেপুটে নিতে ব্যস্ত সকলে। পার্ক স্ট্রিটই নয়, ধর্মতলা-সহ সংলগ্ন এলাকাগুলিতেও ভিড়ে ঠাসা থাকে বড়দিনের দুপুর-বিকাল-সন্ধ্যা। এই উৎসবের দিনে যাত্রী স্বচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অতিরিক্ত পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। ২৫ ডিসেম্বর কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৩ মিনিটে।

    বড়দিনে ২২৪টি মেট্রো চলাচল করবে ব্লু-লাইনে। সে দিন বেলা ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত ৭ মিনিট অন্তর মেট্রো চলবে ব্লু লাইনে। এই লাইনে মেট্রো পরিষেবা চালু হবে সকাল ৬টা ৫০ থেকে। ছুটির দিন হওয়ায় ২২৪টি মেট্রো চলবে। অর্থাৎ ১১২টি আপে এবং ১১২টি ডাউনে।

    নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো নির্ধারিত সময় মেনেই সকাল ৬টা ৫০ থেকে চালু হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রোও ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। ৬টা ৫৫-য় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম ট্রেন, একই সময়ে প্রথম মেট্রো ছাড়বে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী।

    দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে রাত ১০টা ৫৩-য় ছাড়বে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে রাত ১০টা ৪৯ মিনিটে ছাড়বে। অন্যদিকে কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯টা ৪০-এর বদলে ১১টায় ছাড়বে। তবে ২৫ তারিখ ব্লু লাইনে রাত ১০টা ৪০-এর স্পেশাল মেট্রো চলবে না।

    শুধু তাই নয়, নিরাপত্তার কথা মাথায় রেখে মেট্রো স্টেশনগুলিতে কড়া নজরদারিও থাকবে। এন্ট্রি-এক্সিট গেটগুলিতে পাহারায় থাকবে আরপিএফ। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনগুলিতে বিশেষ ভাবে নজরদারি চলবে।

  • Link to this news (এই সময়)