• রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা?  ...
    আজকাল | ২৪ ডিসেম্বর ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: মেট্রো পরিষেবা আর শহর কলকাতায় আবদ্ধ নেই। বর্তমানে কলকাতা থেকে গঙ্গা টপকে জেলা হাওড়ায় পৌঁছে গেছে মেট্রো রেল। এবার গন্তব্য হলেও হতে পারে হুগলি! সোমবার হুগলির সাংসদ রচনা ব্যানার্জির বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। 

    জানা গেছে, হুগলির জেলা শাসক মু্ক্তা আর্যর সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করেছেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। সেই বৈঠকেই মেট্রো রেল নিয়ে আলোচনা হয়েছে। এদিন বৈঠক শেষে সাংসদ বলেছেন, ‘মেট্রো যদি চুঁচুড়া-ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি মানুষের ভীষন উপকার হবে। সেটা নিয়ে চিঠিপত্র চলছে। এটা একটা বড় ব্যাপার। এটা কেন্দ্রের সাহায্য ছাড়া কোনও ভাবেই সম্ভব নয়। সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। সেই বিষয় নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। এই প্রসঙ্গে জেলাশাসক বলেছেন, এটা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে।‘ 

    রচনা ব্যানার্জি আরও বলেছেন, ‘রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম। উনি সেই চিঠির উত্তর দিয়েছেন। সেটা সবথেকে বড় কথা। উনি বলেছেন কীভাবে এগোনো যায়, সেটা তিনি দেখছেন। জমি অধিগ্রহণের বিষয় থাকলে, সেটাও দেখতে হবে। দেখতে হবে কোথায় কীভাবে এগোনো যায়। এটাতো সরাসরি ব্যান্ডেল নয় শুধু, মাঝে শ্রীরামপুর-হাওড়া আছে। হাওড়ায় রয়েছেন প্রসুন ব্যানার্জি। শ্রীরাপুরে রয়েছেন কল্যান ব্যানার্জি, সবার সঙ্গে মিলিতভাবে এটা করতে হবে। আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করব মানুষের জন্য। এটা সম্পূর্ণই কেন্দ্রের হাতে। তারা একটু দয়াশীল হলে, আমরা লড়তে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে এখনও কথা হয়নি এই বিষয় নিয়ে। মন্ত্রীরা রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে যদি বিষয়টা মিটে যায় তাহলে আর কোনও প্রশ্ন নেই। সংসদে কথা বলতে গেলে পাঁচ’শ জন সংসদ আছেন। লটারিতে কার নাম উঠবে সেটা কপালের ব্যাপার। আমার একবার সুযোগ হয়েছিল বলাগড়ের ভাঙন নিয়ে বলেছি। আবার চেষ্টা করছি, সুযোগ পেলেই মেট্রো রেল এবং মানুষের অন্যান্য দাবি নিয়ে বলব। সংসদে আওয়াজ তুলতে না পারলেও চিঠির মাধ্যমে বলা যায়। তার উত্তরও পাওয়া যায়। এটা বড় বিষয়।’ 

    সাংসদ এই প্রসঙ্গে আরও বলেছেন, ‘আরও একটা প্রপোজাল জমা দিয়েছি। যারা আজমীর শরীফ যান তাঁদের জন্য। ব্যান্ডেল থেকে যদি একটা ট্রেনের ব্যবস্থা করা যায়। যারা আজমীর শরীফ যান, তাঁদের জন্য ব্যান্ডেল থেকে কোনও ট্রেন নেই। তাঁদের হয় বর্ধমান, কিংবা  কলকাতা থেকে ট্রেন ধরতে হয়। চেষ্টা করছি যাঁরা আজমীর শরীফ যেতে চান, তাঁদের জন্য ব্যান্ডেল থেকে যদি একটা ট্রেনের ব্যবস্থা করা যায়। এছাড়াও এলাকা উন্নয়নের নানান কাজ নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা হয়েছে।’

    বেশ কয়েকটি জায়গায় কাজ শুরু হয়েছে বলেও জানান। সঙ্গেই রচনা জানান, মানকুন্ডুতে মানসিক হাসপাতাল, ধনিয়াখালি হাসপাতালে কাজ চলছে। গ্রামের হাসপাতালে চিকিৎসকের একটা সমস্যার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, যাতে ভালো যোগ্য চিকিৎসকরা শুধু শহর কেন্দ্রিক না হয়ে জেলা নিয়ে ভাবেন। তিনি বলেন, ‘বড় বড় হাসপাতালগুলি আমরা তৈরি করছি। সেবাই যদি না দিতে পারি, তাহলে কলকাতা ছুটতে হয়। অনেকসময় রাস্তাতেই অনেক অঘটন ঘটে যাচ্ছে।‘ একাধিক বিষয়ে তিনি তৎপর, সেকথা বলেন এদিন। ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)