বড়দিনে বড় ঘোষণা কলকাতা মেট্রোর, ক্রিসমাসের রাতে ঘুরুন নিশ্চিন্তে
আজকাল | ২৪ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বড়দিন মানেই জমজমাট পার্কস্ট্রিট। আনন্দমুখর মানুষের ঢল ধর্মতলা চত্বরেও। আলো ঝলমলে ব্যারাক। যাত্রী স্বচ্ছন্দ্যের কথা বিবেচনা করে এবার বড়দিনে বাড়তি পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো। শহরের উত্তর-থেকে দক্ষিণমুখী রুটে (ব্লু লাইন) রাতে অতিরিক্ত মেট্রো চলবে। ছুটির দিন হলেও ২৫ ডিসেম্বর চলবে ২২৪টি মেট্রো (আপ ও ডাউনে ১১২টি করে)। দুপুর ৩টে থেকে রাত ৬টা পর্যন্ত মেট্রো চলবে ৭ মিনিটের ব্যবধানে।
বড়দিনে রাতের মেট্রোর সূচি-কলকাতা মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২৫ ডিসেম্বর) কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১০.৪৯ মিনিটে। বিপরীতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০.৫৩ মিনিটে। সেই মেট্রো এসপ্ল্যানেড, পার্কস্ট্রিটে এসে পোঁছতে পৌঁছতে প্রায় রাত১১.৩০ মিনিট।
দিনের বাকি সময় পুরনো সূচি মেনে মেট্রোর চাকা গড়াবে। ছুটির দিন হলেও ওইদিন ভোর ৬.৫০ মিনিটেই নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো কবি সুভাষের দিকে যাবে।
বড়দিনে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে ৯০টি মেট্রো চলবে। এই রুটে দিনের প্রথম ও শেষের মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।