• পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরল পাস-ফেল, বিজ্ঞপ্তি জারি শিক্ষামন্ত্রকের
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল শিক্ষায় ফের রদবদল। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরল পাস-ফেল ব্যবস্থা। আজ, সোমবার বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক পড়ুয়াকে ক্লাস ফাইভ এবং এইট-এর পরীক্ষায় পাস করতেই হবে। যদি কোনও পড়ুয়া ফেল করে তাহলে আগামী ২ মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ মিলবে। তারমধ্যে পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়ার পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করতে হবে শিক্ষকদের। প্রয়োজনে পাস করার ক্ষেত্রে পড়ুয়ার গলদ কোথায় কোথায় রয়েছে সেটিও খুঁজে বার করতে হবে। কিন্তু যদি দ্বিতীয়বারের পরীক্ষাতেও পাস করতে না পারে তাহলে ওই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই আরও এক বছর পড়াশোনা করতে হবে। শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথাই চালু করেছে কেন্দ্র। এই প্রস্তাব অবিলম্বে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং‌ সৈনিক স্কুলগুলিতে বলবৎ করা হবে। যার মধ্যে রয়েছে প্রায় ৩ হাজারের বেশি স্কুল। তবে রাজ্য সরকারি স্কুলগুলিতে এই প্রস্তাব আদৌ কার্যকর হবে কী না সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত জানা যায়নি। 
  • Link to this news (বর্তমান)