• যোগীরাজ্য থেকে এসে বাংলায় চলছিল এটিএম জালিয়াতি, আলিপুরদুয়ারে এসে আর শেষরক্ষা হল না
    ২৪ ঘন্টা | ২৪ ডিসেম্বর ২০২৪
  • তপন দেব: ভিন রাজ্য থেকে এসে চালিয়ে যাচ্ছিল দেদার এটিএম জালিয়াতি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করতে করতে শেষপর্যন্ত আলিপুরদুয়ারে এসে ধরা পড়ল উত্তর প্রদেশের ৩ জালিয়াত। রবিবার রাতে আলিপুরদুয়ারের কামাক্ষ্যাগুড়িতে তারা পুলিসের জালে পড়ে যায়।

    গতকাল রাতে কামাক্ষ্যাগুড়িতে এক যুবক এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সময় তার ডেবিট কার্ডটি চালাকি করে হাতিয়ে নেয় ওই জালিয়াতরা। সঙ্গে সঙ্গেই কামাক্ষ্যগুড়ির ওই যুবক পুলিসকে জানান। সেই অভিযোগ পেয়েই তত্‍পরতার সঙ্গে ওই ৩ জনকে গ্রেফতার করে কামাক্ষ্যাগুড়ি থানার পুলিস। প্রথম ২ জন ধরা পড়ে গেলেও তৃতীয়জন গাড়ি নিয়ে পালাতে গেলে ভাটিবাড়ির সামনে তাকেও ধরে ফেলে পুলিস।

    ওই ৩ জনের কাছ থেকে ১১৩টি এটিএম কার্ড, ৫টি মোবাইল ফোন, ৬ হাজার টাকা নগদ, এটিএম জালিয়াতির কিছু সরঞ্জাম উদ্ধার হয়। ধৃতদের আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

    এটিএম জালিয়াতি নিয়ে মহকুমা পুলিস আধিকারিক শ্রীনিবাস এমপি বলেন, সেন্ট্রাল ব্যাঙ্কের এটিএমে টাকা তোলার জন্য একজন গিয়েছিল। ওখানেই ২ জন ছিল যারা ওর সঙ্গে কথাবার্তা বলে ওর এটিএম কার্ডটি বদল করে নেয়। এটিএম কার্ড বদল হয়েছে বুঝতে পেরে ও পুলিসের কাছে চলে আসে। সঙ্গে সঙ্গেই পুলিস ২ জালিয়াতকে ধরে ফেলে। ওদের কাছ থেকে ১১৩টি এটিএম কার্ড পাওয়া গিয়েছে। এটিএম মেশিন থেকে যেখানে টাকা বের হয় সেখানে এক ধরনের আঠা লাগিয়ে দেয় ওরা। তাতেই টাকা আটকে যায়। পরে সেই টাকা ওরা নিয়ে নেয়। ওই তিনজনের নাম হল অনিল সরোজ, সুনীল সরোজ ও বিপিন কুমার সিং। এদের তিনজনের বাড়ি উত্তর প্রদেশের প্রতাপগড়ে। গত ৫ ডিসেম্বর এরা উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে বিহারের পূর্ণিয়ায় আসে। এরপর দার্জিলিং হয়ে এদিকে আসে। কাল কামাক্ষ্যাগুড়িতে ধরা পড়েছে।

  • Link to this news (২৪ ঘন্টা)