• পরপর তিন দিন দুর্ঘটনা, আতঙ্ক রূপনারায়াণপুরে
    এই সময় | ২৪ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, আসানসোল: শুক্র–শনিবারের পর রবিবার রাতে ফের একটি পথ দুর্ঘটনায় জখম হওয়ার ঘটনা ঘটল রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবল্‌স এলাকায়। স্থানীয়দের মতে, রাস্তার দু’পাশ জুড়ে ফুটপাথ দখল এবং বেপরোয়া গাড়ি, মোটরবাইক ও টোটো চলাচলের জেরে এই এলাকায় বাড়ছে দুর্ঘটনা। পথচারীদের কাছে ক্রমণ আতঙ্কের কারণ হয়ে উঠছে রূপনারায়ণপুরের সামডি রোড এবং চিত্তরঞ্জন–আসানসোল রোড।

    রবিবার রাত ৯টা নাগাদ চিত্তরঞ্জন–আসানসোল রোড ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন চিত্তরঞ্জনের রেলকর্মী বছর ৫৬–র বরুণ দাস। তাঁর সঙ্গে ছিলেন প্রশান্ত দাস নামে এক ব্যক্তি। ওই রাস্তার পাশে অমলা নার্সিং হোমের সামনে শ্রীহরি অ্যাপার্টমেন্টে থাকেন বরুণ।

    দু’জনেই রাস্তার ধার ঘেঁষে যখন স্থানীয় এইচডিএফসি ব্যাঙ্কের সামনে পৌঁছন, ঠিক সে সময়ে পিছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি সজোরে বরুণকে ধাক্কা মেরে পালিয়ে যায়। কোনওরকমে গাড়ির ধাক্কা থেকে রক্ষা পান প্রশান্ত। এ দিকে, গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন বরুণ। প্রচুর রক্তপাত হয়।

    স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে চিত্তরঞ্জন কস্তুরবা গান্ধী হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁর। একটি হাতও ভেঙেছে। এর পর আশঙ্কাজনক অবস্থায় বরুণকে দুর্গাপুর মিশন হাসপাতালে পাঠানো হয়। মাথায় রক্ত জমাট বেঁধেছে ওই প্রৌঢ়ের। ৭২ ঘণ্টা অতিক্রান্ত না হলে চিকিৎসকরা কিছু বলতে পারছেন না বলে জানিয়েছে বরুণের পরিবার।

    স্থানীয়দের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এখানে ফুটপাথ থেকে দখলদারদের সরে যাওয়ার কথা মাইকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনদিন যেতে না যেতেই প্রশাসন নীরব হয়ে পড়ে। উল্টে দখলদারি আরও বেড়ে যায়। শনিবার একই এলাকায় একটি বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় হাত ও আঙুল ভাঙে রূপনারায়ণপুরের বাসিন্দা ইসিএলের অবসরপ্রাপ্ত আধিকারিক সুব্রত হালদারের।

    তার আগের দিন একটি মোটরবাইকের ধাক্কায় আহত হন দু’জন। অন্য দিকে, সাইলেন্সারে কারসাজি করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভয়ঙ্কর আওয়াজ করে শহর দাপিয়ে বেড়াচ্ছে কিছু মোটরবাইক। প্রবীণ নাগরিক সংগঠনের পক্ষে প্রশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, ‘বিডিও এবং পুলিশ–প্রশাসনকে বারবার লিখিত অভিযোগ করেও কাজ হয়নি। মানুষের পায়ে চলার পথও ওরা কেড়ে নিয়েছে।’

  • Link to this news (এই সময়)