ঘাটালের শিশু মেলা নিয়ে কাটল জট, জানানো হলো মেলার দিনক্ষণ। তবে উল্লেখযোগ্যভাবে নতুন কমিটি গঠন থেকে শুরু করে মেলার দিন ঘোষণা পর্যন্ত কোথাও ছিলেন না ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই।
শিশু মেলার জন্য নতুন কমিটি
গত ২৪ নভেম্বর অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলার আয়োজন নিয়ে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। সাংসদ দেবের উপস্থিতিতেই ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুইয়ের গোষ্ঠীর সঙ্গে বিরুদ্ধে গোষ্ঠীর লোকজনের হাতাহাতি হয়। হাতাহাতিতে রক্তও ঝরে। জানা গিয়েছিল, মেলার জন্য কমিটি গঠন নিয়ে অশান্তির সূত্রপাত হয়েছিল। এরপরেই মেলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
কিন্তু সোমবার সেই জট কাটল। এ দিন ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সে একটি মিটিংয়ে ভার্চুয়াল অংশ নেন ঘাটালের সাংসদ দেব। তাঁর উপস্থিতিতেই তৈরি হয় ঘাটাল উৎসব ও শিশু মেলার কমিটি। মেলা কমিটির যুগ্ম সম্পাদক হন দেব এবং ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা। আগামী ১৬ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হবে শিশু মেলা।
উল্লেখযোগ্যভাবে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন না ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই এবং তাঁর অনুগামীরা। অশান্তির দিনে দেব বলেছিলেন, ‘মেলায় যাতে স্টলগুলির ভাড়া নিয়ন্ত্রিত থাকে সেই চেষ্টা করতে আমরা উদ্যোগী। ঘাটালের মানুষকে সম্মান জানাতে এসেছিলাম। এই ধরনের কোনও ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আমি দুঃখিত, ঘাটালের মানুষের কাছে। ক্ষমা চাইছি। দেব সাংসদ থাকুক বা না থাকুক, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না, ঘাটালের মানুষকে কথা দিচ্ছি।’