• ধর্না নিয়ে ডিভিশনেও হার রাজ্যের, সতর্ক করল কোর্ট
    এই সময় | ২৪ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: ধর্মতলায় চিকিৎসকদের যৌথ মঞ্চ ও অভয়া মঞ্চের ধর্নায় সিঙ্গল বেঞ্চের অনুমতি চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করলেও তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। যদিও সিঙ্গল বেঞ্চ ২০০–২৫০ জনের জমায়েতের অনুমতি দিয়েছিল। ডিভিশন বেঞ্চ সোমবার সেই সংখ্যা কমিয়ে ১০০ করেছে। আবার এ রকমই একটি প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের অনুমতি না–দেওয়া নিয়ে রাজ্য সরকারকে সতর্কও করেছে হাইকোর্ট।

    আদালতের পর্যবেক্ষণ, শাসকের বিরোধী কোনও ধর্না, সভা বা মিছিল হলেই পুলিশের অনুমতি না দেওয়ার প্রবণতা উদ্বেগজনক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যকে সতর্ক করতে গিয়ে বলেন, ‘আপনারা গণতন্ত্রের সঙ্গে অযথা সংঘাতে যাচ্ছেন।’ এর পরেই আরজি করের ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার বারাসতে অভয়া মঞ্চের আরও একটি কর্মসূচিতে অনুমতি দেয় আদালত। তবে ওই সভায় দেড় হাজার লোকের বেশি জমায়েত করা যাবে না বলেও জাানিয়েছে হাইকোর্ট।

    উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসকের অফিসের সামনে ওই জমায়েত দুপুর আড়াইটে থেকে বিকাল পাঁচটার মধ্যে শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। এর আগে অভয়া মঞ্চের তরফে বারাসত কাছারি ময়দানে কর্মসূচি করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ আপত্তি জানায়। হাইকোর্টে রাজ্য জানায়, ওখানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা কর্মসূচি রয়েছে। যদিও মঞ্চের আইনজীবী জানান, ওখানে আজ, মঙ্গলবার কোনও কিছুই নেই। তার পরেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।

    এ দিকে ধর্মতলায় ধর্নার বিষয়ে গত সপ্তাহে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে অনুমতি দিয়েছিলেন, তা ডিভিশন বেঞ্চে শনিবারই চ্যালেঞ্জ করেছিল রাজ্য। সোমবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, চালু থাকা ওই ধর্না ২৪ ও ২৫ ডিসেম্বর স্থগিত করুক হাইকোর্ট।

    চিকিৎসকদের আইনজীবী জানিয়ে দেন, তাঁদের রাউন্ড–দ্য–ক্লক বিরামহীন প্রোগ্রাম। তাঁরা কোনও পরিবর্তন করবেন না। বিচারপতি ট্যান্ডন রাজ্যের আবেদন খারিজ করে দেন। এ দিনই এই ধর্নার সংহতিতে সন্ধ্যায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত জনচেতনা মঞ্চের তরফে মিছিল হয়।

    শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের অদূরে চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম ও মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি–সহ ১৩০টি গণসংগঠনের আহ্বানেও গণকনভেনশন হয়। সেখানে অভিযোগ তোলা হয়, কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের যোগসাজশে সিবিআই ৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি যার জেরে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন।

    সোমবারই আবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)–এর রাজ্য শাখা সিজিও কমপ্লেক্স অভিযান করে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার সমালোচনায়। শ’ পাঁচেক চিকিৎসকের জমায়েতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি দিলীপ দত্ত, সদ্য নির্বাচিত সভাপতি সুভাষ চক্রবর্তী, সম্পাদক শান্তনু সেন, কোষাধ্যক্ষ অভীক ঘোষ–সহ অনেক সিনিয়র ডাক্তার। তাঁদের স্লোগান ছিল— ‘১০০ দিনেও বিচার নাই, অপদার্থ সিবিআই’।

  • Link to this news (এই সময়)