• হাইজ্যাক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার ট্রেলার
    এই সময় | ২৪ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, দুর্গাপুর: অন্ডাল ট্র্যাফিক গার্ডের তৎপরতায় হাইজ্যাক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার হলো একটি পণ্যবাহী ট্রেলার। সোমবার দুপুরে অন্ডাল থানার ভাদুর এলাকা থেকে ট্রেলারটি হাইজ্যাক হয়। এ দিন বিকেলে বীরভূম জেলার ইলামবাজার থেকে ট্রেলারটি উদ্ধার করে সেখানকার ট্র্যাফিক গার্ডের কর্মীরা।

    ইলামবাজার থেকে অন্ডালে নিয়ে আসা হয় ট্রেলারটি। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ধরা পড়ার ভয়ে ইলামবাজারে রাস্তার ধারে ট্রেলারটি দাঁড় করিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কংক্রিটের তৈরি বিদ্যুতের পোল বোঝাই করে একটি ট্রেলার অন্ডাল থেকে উখড়ার দিকে যাচ্ছিল। দুপুর ২টো নাগাদ চা খাওয়ার জন্য ভাদুর এলাকায় রাস্তার ধারে ট্রেলারটি দাঁড় করান চালক। চা খেয়ে আসার পর চালক দেখেন ট্রেলার নেই। মালিককে ফোন করে বিষয়টি জানান তিনি।

    খবর দেওয়া হয় অন্ডাল ট্র্যাফিক গার্ডে। সেখান থেকে কাঁকসা ও বীরভূম জেলার বিভিন্ন ট্র্যাফিক গার্ডে খবর দেওয়া হয়। অন্ডাল ট্র্যাফিক গার্ডের ওসি প্রবীর গড়াই বলেন, ‘কাঁকসা ট্র্যাফিক গার্ডকে ট্রেলারের নম্বর দিয়ে হাইজ্যাকের খবর দেওয়া হয়। সেখান থেকে বীরভূম জেলা সমেত অন্যান্য ট্র্যাফিক গার্ডে খবর দেওয়া হয়। বিকেলে ইলামবাজার ট্র্যাফিক গার্ড থেকে জানানো হয় ট্রেলারটি উদ্ধার হয়েছে।’

    ইলেকট্রিক পোলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল ইসিএলের কাজে। বাসুদেব ঘোষ নামে এক ব্যক্তি পোল সরবরাহ করছিলেন। তিনি বলেন, ‘মাত্র ১০ মিনিটের জন্য দোকানে চা খেতে গিয়েছিলেন চালক ও খালাসি। এই সময়ের মধ্যে ট্রেলারটি হাইজ্যাক করে কিছু দুষ্কৃতী। পুলিশের তৎপরতায় ট্রেলারটি উদ্ধার হয়েছে।’

  • Link to this news (এই সময়)