• শীত আসছে না বড়দিনেও, উলটে বঙ্গে দাপট দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা! ফের তছনছের আশঙ্কা...
    আজকাল | ২৪ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বছর ভরের অপেক্ষা শেষে সান্তার আসার সময় এসে গেল। কিন্তু তবুও শীত আসছে না। হাওয়া অফিস বলছে, সান্তা এসে ফিরে গেলেও, আপাতত শীত রাজ্য থেকে কিছুটা দূরেই থাকবে। উলটে এই সময়ে তাপমাত্রা বেড় যেতে পারে কয়েক ডিগ্রি।

    কারণ কী? কারণ হিসেবে হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কথা। এক নয়, একেবারে দুই পশ্চিমী ঝঞ্ঝা বছর শেষে পারদ বাড়াবে বঙ্গের। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে ঢুকেছে, অন্যটির প্রভাব পড়বে সপ্তাহ শেষে। শুক্রবার অর্থাৎ ২৭ ডিসেম্বর নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে রাজস্থেন্র উপর তৈরি হবে ঘূর্ণাবর্ত। যার প্রভাব পড়বে বঙ্গের জেলায় জেলায়। যে কারণে শুক্রবারের পর আরও কয়েক দিগ্রি বাড়তে পারে জেলার তাপমাত্রা। ফলে বছর শেষে শীতের নতুন ইনিংস শুরুর আগেই বাধা পাবে তা। বজায় থাকবে গরমের পরিবেশ। বুধবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি বেশি। শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে বেশি কিছুটা। মঙ্গলবার সকালের দিকে হালকা কুয়াশার পরিবেশ, তবে বেলা বাড়লে সরবে কুয়াশার আস্তরণ, দিনভর জেলার বেশকিছু অংশ মেঘলা থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা  ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ জেলায় জেলায় তামপাত্রা এখনই কমার কোনও সম্ভাবনা নেই।
  • Link to this news (আজকাল)