স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে দুই বর্ধমানে তৃণমূলের বিক্ষোভ
বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সোমবার জেলার প্রতিটি ব্লকে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে জেলা বিজেপির পার্টি অফিসের সামনে শাসক দলের নেতা এবং কর্মীরা বিক্ষোভে শামিল হন। সেই সময় বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী পার্টি অফিসে আসেন। বিজেপি কর্মীরাও সেখানে জমায়ত হয়েছিলেন। উত্তেজনা তৈরি হওয়ায় পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। জামালপুরে বিক্ষোভ কর্মসূচিতে সাংসদ শর্মিলা সরকার যোগ দিয়েছিলেন। বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি নেওয়া হয়। মেমারিতেও তৃণমূল নেতা এবং কর্মীরা বিক্ষোভে শামিল হয়েছিলেন।
অন্যদিকে, পশ্চিম বর্ধমানের কাঁকসার অযোধ্যা থেকে বনকাটি পর্যন্ত মিছিল করে বনকাটি তৃণমূল কংগ্রেস। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত। পাশাপাশি জেলার অন্যান্য ব্লকেও শাসক দল কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে বিক্ষোভ দেখায়।