• ঝড়খালি ও সোনাখালিতে দু’টি নয়া ভাসমান জেটি, খরচ ১১ কোটি টাকা
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীর ঝড়খালি এবং সোনাখালিতে ভাসমান জেটির কাজ অবশেষে শুরু হল। প্রায় ১১ কোটি টাকা খরচ হবে এই কাজে। আগামী বছর শীতে নয়া জেটিঘাট দিয়ে পর্যটকরা যাতায়াত করতে পারবেন বলে জানান বিধায়ক শ্যামল মণ্ডল। চলতি বছরের মাঝামাঝি ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঝড়খালি জেটি। বর্তমানে একটি অংশ মেরামত করে সেখান দিয়েই লঞ্চ বা বোটে ওঠানামা চলছে। অন্যদিকে সোনাখালির কংক্রিটের জেটির অবস্থাও খারাপ। তা দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এই দুই জায়গায় নতুন করে ভাসমান জেটি তৈরি করার প্রস্তাব পরিবহণ দপ্তরের কাছে দেওয়া হয়েছিল। আধিকারিকরা পরিদর্শন করে কাজের অনুমোদন দেন। দু’টি জেটিঘাটের জন্য টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই দপ্তর থেকে কাজ শুরু করা হয়েছে। বাঁশের খাঁচা তৈরি করে তার উপর আধুনিক পদ্ধতিতে তৈরি হবে সোনাখালির জেটি। ঝড়খালিতে যে অংশে ধস নেমেছিল সেখানে মাটি কেটে নতুন করে বালি ফেলে জায়গা ভরাট করে ভাসমান জেটি বানানো হচ্ছে। বিধায়ক বলেন, ‘ঝড়খালি ও সোনাখালির ভাসমান জেটির প্রকল্প মূল্য যথাক্রমে চার কোটি ৬৮ লক্ষ এবং ছ’কোটি ৮০ লক্ষ টাকা। দশ মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।’
  • Link to this news (বর্তমান)