হাইকোর্টে বড় ধাক্কা পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ প্রাক্তন শিক্ষাকর্তার জামিনের আবেদন খারিজ করল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ। ইডির মামলায় পার্থ ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তবে সিবিআই মামলায় জামিন না পেলে জেলমুক্তি সম্ভব নয়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চে এই জামিন মামলার শুনানি ছিল।
ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মত পার্থক্যের কারণে এর আগে জামিন মঞ্জুর হয়নি পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচজনের। তাই হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে। তাঁর নির্দেশের উপরই পার্থর জামিনের ভাগ্য ঝুলে রয়েছে। তবে এ দিন জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী।
অন্যদিকে সিবিআইয়ের কৌঁসুলি আগের শুনানিতেই আদালতে জানিয়েছিলেন, ‘২০২২–এর সেপ্টেম্বরে সিবিআই এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য রাজ্যের কাছে কনসেন্ট চেয়েছিল। কিন্তু এতদিনেও রাজ্যের মুখ্যসচিবের তরফে সেই অনুমতি মেলেনি। রাজ্য এ নিয়ে চুপ থেকেছে। উল্টে দাবি করা হচ্ছে, এঁরা প্রত্যেকেই দুই আড়াই বছর করে জেল খেটে ফেলেছেন।’
এ নিয়ে এ দিন বিচারপতির পর্যবেক্ষণ, বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না। ফলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারের ক্ষেত্রে রাজ্যের কনসেন্ট সংক্রান্ত বিষয়ে বিতর্ক আরও বাড়বে বলে আশঙ্কা আইনজীবীদের।