শালিমার স্টেশনে রেল অবরোধ। ব্যাহত রেল পরিষেবা। মঙ্গলবার সকালের ঘটনা। এ দিন সকাল ১০টায় শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ছাড়ার কথা। যাত্রীদের অভিযোগ, সাড়ে ৯টা নাগাদ হঠাৎই তাঁরা জানতে পারেন ট্রেনটি বাতিল করা হয়েছে। এর পরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। তারা যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন। তবে যাত্রীদের দাবি, আগে স্টেশনে ট্রেন ঢুকবে, তার পর পিছু হঠবেন তাঁরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, ট্রেনটি রিশিডিউল করা হয়েছে। কিন্তু বাতিলের ঘোষণা কী ভাবে হলো, তা দেখা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, সকাল ১০টার ট্রেন। সকাল থেকে স্টেশনে এসে বসে আছেন যাত্রীরা। অনেকেই মালদা, মুর্শিদাবাদ থেকে এসেছেন। তাঁরা রাত থেকে এসে বসে আছেন। হঠাৎই সাড়ে ৯টা নাগাদ বলছে ট্রেন বাতিল। এটা কী করে চলতে পারে?
তাঁদের অভিযোগ, স্টেশন ম্যানেজারের ঘরে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। পরে জানতে পারেন ৯ তারিখ থেকেই ট্রেন বাতিল করা হয়েছে। দীপক নামে এক যাত্রীর দাবি, সোমবারও তৎকাল টিকিট দিয়েছে। তা হলে ৯ তারিখ থেকে কী ভাবে ট্রেন বাতিল হল?
পিয়ালী দাস নামে এক যাত্রী জানান, সকাল থেকে রীতিমতো নাজেহাল করা যাচ্ছে যাত্রীদের। এত যাত্রী সমস্যায়, একজন আধিকারিকও আসেননি। বাধ্য হয়ে বিক্ষোভ-অবরোধে শামিল হন তাঁরা। এর পর বলা হচ্ছে, ট্রেন ১টা ৪৫-এ ছাড়বে। গাড়ি না আসা অবধি তাঁরাও সরবেন না বলে জানান।
এ বিষয়ে আরপিএফ-এর ওসি এসকে সিং জানান, ট্রেন বাতিলের কথা জানতে পেরে যাত্রীরা সমস্যায় পড়েন। তবে ওই ট্রেন রিশিডিউল করা হয়েছে।