নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করতে হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু চার্জ গঠনের আগে কয়েকজন অভিযুক্তের আইনজীবীর অভিযোগ, তাঁরা চার্জশিট-সহ মামলা সংক্রান্ত নথির হার্ড কপি পাচ্ছেন না। পরিবর্তে তাঁদের ডিজিটাল নথি দেওয়া হচ্ছে। ফলে কোনও অভিযুক্তের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তা আলাদা করতে তাঁদের অসুবিধা হচ্ছে। এ বার এই নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়ল ইডি। মঙ্গলবার তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারক বলেন, ‘আপনাদের জন্য চার্জ গঠন করতে দেরি হচ্ছে।’
কিছু অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য, ডিজিটাল নথি দিচ্ছে ইডি। এর ফলে তাঁদের মক্কেলরা কী ধারায়, কী ভাবে অভিযুক্ত তা খুঁজতে সমস্যা হচ্ছে। আর সেই জন্যই তাঁরা ডিজিটাল নথির পরিবর্তে হার্ড কপি চাইছেন। পাল্টা ইডি আদালতে প্রশ্ন করে, ‘একজনের কপি অন্য জনকে কেন দেবো?’ এরপরেই ইডি-কে রীতিমতো ভর্ৎসনা করেন বিচারক। তিনি কড়া ভাষায় বলেন, ‘আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না। কেন নথি দিতে পারেননি? আপনাদের জন্য দেরি হচ্ছে চার্জ গঠন। আগে জানাননি কেন?’
এখানেই শেষ নয়, ইডির উদ্দেশে বিচারকের কড়া বার্তা, ‘প্রয়োজনে সারারাত জেগে কাজ করুন। প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে নথি দিয়ে আসবেন। ডিজিটাল মাধ্যমে দিলে হবে না।’ নথি দেওয়ার ডেডলাইনও বেঁধে দেন বিচারক। তিনি নির্দেশ দিয়েছেন, আগামিকাল (বুধবার) দুপুর আড়াইটের মধ্যে আইনজীবীদের নথি (হার্ড কপি) দিতে হবে ইডিকে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি। কিন্তু এখনও চার্জ গঠন হয়নি। চার্জ গঠন নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিসেম্বর মাসের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করতে হবে ইডি মামলায়।