• দার্জিলিং যাবেন? জেনে নিন শিলিগুড়ির কোথায় সস্তায় গাড়িভাড়া পাওয়া যাবে...
    আজকাল | ২৪ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একদিকে বড়দিন আর অন্যদিকে আসছে ইংরেজি নতুন বছর। দুই উপলক্ষে সেজে উঠেছে পাহাড়। দার্জিলিংয়ে এইসময় আয়োজিত হয় একাধিক অনুষ্ঠান। যার জন্য সাজিয়ে তোলা হয়েছে গোটা শহরকে। সমতল যেমন দুর্গাপুজো উপলক্ষে সেজে ওঠে তেমনি পাহাড় সেজে ওঠে এই দুই উপলক্ষে। দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় করেন শীতের আমেজের সঙ্গে এই দুই উৎসবের সাক্ষী হতে। এবছরও পাহাড়ে নেমেছে পর্যটকদের ঢল। যার জেরে সেখানে বেড়েছে হোটেল ও গাড়ির চাহিদা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গাড়িভাড়া। 

    শিলিগুড়ি থেকেই এই ভাড়ার আঁচ পাওয়া যাবে। যেই ছোট গাড়িগুলি এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য বছরের অন্য সময় রিজার্ভ করতে খরচ পড়ে ২৫০০ টাকার কাছাকাছি সেই গাড়ির ভাড়া এখন পৌঁছে গিয়েছে ৪০০০ টাকায়। সেইসঙ্গে বেড়েছে হোটেলে স্থানের অভাব। আগে থেকে বুকিং করে না গেলে হোটেল পাওয়াই অসম্ভব হয়ে পড়বে। আর এটা শুধু দার্জিলিংয়ের ছবিই নয়। ডুয়ার্সে পাহাড় ঘিরে যে সমস্ত পর্যটনের জায়গা রয়েছে সব জায়গাতেই একই অবস্থা বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রয়োজনে দার্জিলিং যেতে হলে তাঁদের ভরসা বাস। যা একটু সময় নেয় বটে কিন্তু ভাড়ার সাশ্রয় হয়। 

    কেন এত বেশি ভাড়া? গাড়ি চালকদের দাবি, একদিকে বেড়েছে জ্বালানির দাম, অন্যদিকে শীতের মরশুমের ঘন কুয়াশা। যার জন্য অন্য সময় থেকে গাড়ি চলাচলে সময় বেশি লাগছে। ফেরার সময় খালি গাড়ি ফিরছে। সেজন্যই তাঁদের ভাড়া বাড়াতে হচ্ছে। এই ভিড়টা সাময়িক।
  • Link to this news (আজকাল)