• শিলিগুড়ি থেকে মাত্র এক ঘণ্টার দূরত্ব, শান্ত এই গ্রামে শুধুই শোনা যায় পাখিদের ডাক...
    আজকাল | ২৪ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রাম পাখি প্রেমিকদের কাছে স্বর্গরাজ্য। পাহাড়ের কোলে বিশেষ ছোট্ট গ্রামটির নাম লাটপাঞ্চার। উত্তরবঙ্গ মানেই পাহাড়ি রাস্তা, পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্নিগ্ধ নদী, সবুজে ঘেরা বনাঞ্চল। শহরের ব্যস্ত জীবন থেকে বিশ্রাম নিয়ে খোলা আকাশের নিচে নিরিবিলি কোনও অফবিট জায়গায় রাত্রিযাপন করতে ভালবাসেন অনেকেই। তারই মধ্যে অন্যতম ছোট্ট এই গ্রাম। সারি সারি পাহাড়, রংবেরঙের ফুল, আকাশ জুড়ে মেঘের ভেলা, নাম না জানা শত শত পাখির ডাক। রূপকথার মত শুনতে লাগলেও পাহাড়ের কোলে যেন এক টুকরো স্বর্গ ছোট্ট গ্রাম লাটপাঞ্চার। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের ওপর সেবক পার করে কালিঝোরা বাজার থেকে হাতের বাঁদিকে উঠে যায় এই গ্রামের রাস্তা।

     

    শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এই রাস্তায় প্রবেশ করতে গেলেই চোখে পড়বে সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গল। মাঝে মাঝে উঁকি দেবে পাহাড়ের বুক চিরে বয়ে চলা খরস্রোতা তিস্তা। পাহাড়ি এই জঙ্গল জুড়ে রয়েছে নানা পাখিদের বাস। তার মধ্যে অন্যতম গ্রেট হর্নবিল বরাবরই মন মুগ্ধ করে পাখি প্রেমিকদের। প্রায়শই এই গ্রামে ভিড় দেখা যায় দূর দূর থেকে আসা পাখি প্রেমিকদের। হাতে বড় বড় লেন্স যুক্ত ক্যামেরা নিয়ে বসে থাকেন অনেকে। পর্যটকের সংখ্যা ভারত পেরিয়ে বিদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। পাখি ছাড়াও পাশেই রয়েছে অহলধারার ভিউ পয়েন্টের মত মনমাতানো জায়গা। পাশেই রয়েছে দার্জিলিংয়ের সবথেকে সুস্বাদু কমলালেবু উৎপাদন স্থান শিটং।
  • Link to this news (আজকাল)