পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে রিষড়া থানার উদ্যোগে রিষড়া নেলকো এলাকায় নাকা চেকিং চলছিল। তখনই কোন্নগরের দিক থেকে একটি নম্বর প্লেটবিহীন স্কুটার গাড়ি নেলকো এলাকার দিকে আসছিল। হঠাৎই পুলিশ দেখে গাড়ি ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করে স্কুটার আরোহী দুই ব্যক্তি। সন্দেহবশত পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। তখনই গাড়ি ঘুরিয়ে পালাতে যায় দুই সন্দেহভাজন। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে দুই দুষ্কৃতী।
ধৃত দু'জনের কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ দু'রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গাড়িটাকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার দুই দুষ্কৃতীকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, একসময় রমেশ মাহাতোর ছায়াসঙ্গী ছিল এই গ্যাট্টিস। বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিল। বিভিন্ন অপরাধে সিদ্ধহস্ত এই গ্যাট্টিস। আবারও অপরাধ সংগঠিত করার লক্ষ্য ছিল। তাই এই আগ্নেয়াস্ত্র ওদের কাছে ছিল বলেই পুলিশের অনুমান।
শ্রীরামপুরের ডি সি পি অর্ণব বিশ্বাস জানান, গতকাল রাতে নাকা চেকিং চলছিল। সেই সময় দু'জন পরিচিত দুষ্কৃতীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তাদের থেকেই একটি আগ্নেয়াস্ত্র সমেত দু'রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। হয়তো আবারও নতুন কোনও অপরাধ সংগঠিত হতে যাচ্ছিল। এদিন তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।