সিকিম ঝকঝকে থাকবে আর বাংলা নোংরা হবে? ক্ষুব্ধ শিলিগুড়ির মেয়র...
আজকাল | ২৪ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সিকিমের ময়লা শিলিগুড়িতে ফেলা নিয়ে এবার সরাসরি ক্ষোভ প্রকাশ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। গত বেশ কিছুদিন ধরে সিকিমের জঞ্জাল এনে ফেলা হচ্ছে শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে। বিষয়টি গতমাসে নজরে আসে স্থানীয়দের। তাঁরা ক্ষুব্ধ হয়ে জঞ্জাল ফেলার কয়েকটি ট্রাক আটক করেন। খবর যায় পুলিশে। আসেন পরিবেশপ্রেমীরা। খোঁজ খবর নিয়ে দেখা যায় ট্রাকে ট্রাকে জঞ্জাল সিকিম থেকে এনে ফেলা হচ্ছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায়।
জানতে পেরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে স্থানীয় পুলিশ ও পৌর নিগম। বিষয়টি খোঁজখবর নেওয়ার পর বেজায় চটেছেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। মঙ্গলবার তিনি জানান, এটা মেনে নেওয়া হবে না। সিকিম পরিষ্কার থাকবে আর বাংলা জঞ্জালে ভরবে! গোটা বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে বলে মেয়র জানিয়েছেন। তাঁর কথায়, বিষয়টি নিয়ে রাজ্য সরকার সিকিম সরকারের সঙ্গে কথা বলবে। ভবিষ্যতে এভাবে জঞ্জাল ফেললে পুলিশ ও প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
পুর নিগমের একটি সূত্র জানিয়েছে, শিলিগুড়ি শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টার ত্রুটি রাখা হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে বাইরের জঞ্জালের জন্য শহরে জঞ্জাল ভরছে। যার থেকে ছড়াচ্ছে দূষণ। পাশাপাশি এটাও ঠিক নয় যে পার্শ্ববর্তী একটি রাজ্য নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখতে অন্যের ঘাড়ে জঞ্জালের বোঝা চাপিয়ে দেবে।