• কল্যাণী আদালতের সামনে স্ত্রীকে পরপর ছুরির কোপ, খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্বামী
    আজকাল | ২৪ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আদালতের সামনে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে নদিয়া জেলার কল্যাণী মহকুমা আদালতের সামনে স্ত্রীকে ছুরির কোপ মেরে খুনের চেষ্টা করেন স্বামী। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। আহত স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। 

    পুলিশ সূত্রে জানা গেছে, নদিয়া জেলার শিমুরালি নির্মল পল্লীর গৃহবধূ আনুমানিক ২৯ বছর বয়সি রূপালি হালদারের সঙ্গে গত সাত বছর আগে বিয়ে হয় চাকদা সুভাষ নগরের বাসিন্দা সুমন সাহার। তাঁদের একটি কন্যাসন্তান হয়। যার বর্তমান বয়স ৬। বছর তিনেক যাবত সংসারে অশান্তি শুরু হয় বলে জানা যায়। অশান্তির জেরে ১৯ ডিসেম্বর বাড়ি ছেড়ে চলে যান রূপালি। পরবর্তীতে বাড়ির লোকজন চাকদা থানায় মিসিং ডায়েরি করেন। তদন্তে নেমে চাকদা থানার পুলিশ ফোন করেন রূপালিকে। রূপালি জানান, তিনি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে এসেছেন। এরপর চাকদা থানায় আসেন রূপালি। সেই মতো চাকদা থানা থেকে রূপালিকে নিয়ে আসা হয় কল্যাণী মহকুমা আদালতে। 

    অন্যদিকে রূপালির স্বামী সুমনও আসেন কল্যাণী মহকুমা আদালতে। অভিযোগ আদালতের সমগ্র কাজ শেষ হওয়ার পর আদালতের মূল ফটকের বাইরে রূপালি আসতেই তাঁর গলায় কোপ বসান সুমন। কোনও মতে তিনি বাঁচার চেষ্টা করলেও, তাঁর পেটে চাকু ঢুকিয়ে দেন সুমন। তা দেখেই আশেপাশের সকলে ছুটে আসেন এবং সুমনকে আটকান। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সুমনকে। 

    অন্যদিকে রূপালিকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। এই ঘটনা ঘটার সময় তাঁদের কন্যাসন্তান ও রূপালির বোন সঙ্গে ছিলেন বলে জানা যায়। পাশাপাশি পরিবারের এক সদস্য অভিযোগ করেন, রূপালি বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছেন। হয়তো সে কারণেই তাঁর স্বামী তাঁকে খুনের চেষ্টা করেন।
  • Link to this news (আজকাল)