• বুধবার বড়দিন, বন্ধ থাকবে শহরের একাধিক রাস্তা, পার্ক স্ট্রিট যেতে চাইলে কোন রাস্তা ধরবেন জানুন 
    আজকাল | ২৪ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার বড় দিন। ভিড় সামলাতে রাস্তায় নামছে পুলিশ। মঙ্গলবার থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক রাস্তায়। বুধবার চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট–সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে। পার্ক স্ট্রিট–সহ অন্যান্য স্থানগুলিতে থাকবে পুলিশের কড়া নজরদারি।

    লালবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিসি পদমর্যাদার দু’‌জন আধিকারিক থাকছেন পার্ক স্ট্রিটে। বিকেল থেকে যান নিয়ন্ত্রণ করা হবে একাধিক রাস্তায়। মঙ্গলবার বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর বুধবার ভোর ৪টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। বুধবার বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর নির্দেশিকা না দেওয়া পর্যন্ত একই বিজ্ঞপ্তি জারি থাকবে। কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে, এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গতিপথ ঘোরানো হবে।

    মঙ্গলবার মেয়ো রোড ও চৌরঙ্গী রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তারপর ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট এবং শেষপর্যন্ত রফি আহমেদ কিদওয়াই রোডের দিকে ঘুরিয়ে, শেষে পার্কস্ট্রিট। জওহরলাল নেহেরু রোডের দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে বা মেয়ো রোডে দিকে ঘোরানো হবে, ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার অন্যান্য রুটগুলির সঙ্গে। তবে চৌরঙ্গী রোডে শেক্সপিয়ার সরণিগামী যানবাহন চলবে। ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোড বরাবর অটোগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। হো চি মিন সরণি থেকে শর্ট স্ট্রিট পর্যন্ত ক্যামাক স্ট্রিটে দ্বিমুখী যান চলাচল করবে। 

    বুধবার বড়দিনে জওহরলাল নেহরু রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে। হো চিন মিন সরণি থেকে শুধু মাত্র পূর্ব দিকে যাওয়ার গাড়ি চলার অনুমতি থাকবে। নো এন্ট্রি থাকবে রাসেল স্ট্রিটে। লিটল রাসেল স্ট্রিট থেকে শেক্সপিয়র সরণি ক্রসিং বন্ধ থাকবে। 
  • Link to this news (আজকাল)