প্রতিষ্ঠা দিবসে মনীষীদের মূর্তি বসল দাসপুরের স্কুলে
বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, ঘাটাল: বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে মনীষীদের মূর্তি বসাল দাসপুর-২ ব্লকের জোতঘনশ্যাম মেইন প্রাথমিক বিদ্যালয়। সোমবার ওই বিদ্যালয়ের ৮১তম প্রতিষ্ঠা দিবস ছিল। সেই উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় বলে জানা গিয়েছে। এদিন ৮১টি ঘট নিয়ে ৮১জন পড়ুয়ার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর মনীষীর মূর্তির আবক্ষমূর্তি উন্মোচনের পর বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা ‘হাতে খড়ি’ প্রকাশ করা হয়। এছাড়াও ছিল বার্ষিক পুরস্কার বিতরণ এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পড়ুয়াদের হাতের কাজের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের টিআইসি গণেশ চক্রবর্তী বলেন, মূর্তিগুলি তৈরির খরচ এলাকারই দুই বিশিষ্ট ব্যক্তি দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।-নিজস্ব চিত্র