• নকল নার্সিংহোমে হতো গর্ভপাতও! 
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের লক্ষ্মীপুর মাঠে ভুয়ো ডাক্তার পিতা- পুত্রের প্রাসাদোপম বাড়ি। বাড়ির আন্ডারগ্রাউন্ডে তৈরি করা হয়েছিল নকল নার্সিংহোম। সেখানে রোগী ভর্তি রেখে চিকিৎসা করত ডাক্তারি পাশ না করা বাবা ও ছেলে। ঘরের দোতলায় গর্ভপাত করা হতো। এমন অভিযোগ পেয়ে তদন্তে নামল প্রশাসন। পুলিস নকল নার্সিংহোমে অভিযান চালিয়ে বেশকিছু নথি উদ্ধার করেছে। তা দেখেই তাদের খটকা লেগেছে। স্থানীয়দের অনেকেই অভিযোগ করেছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে গর্ভপাত করানো হতো। অবৈধ কারবার করেই তারা রাতারাতি ফুলেফেঁপে উঠেছিল। 


    পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের নবাবহাট সহ বিভিন্ন এলাকায় হামেশাই সদ্যজাতর মৃতদেহ উদ্ধার হয়। ভ্রুণও পাওয়া গিয়েছে। এধরনের নকল নার্সিংহোমেই অবৈধ কারবার চলে বলে পুলিসের অনুমান। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, শহরের আর কোথাও অবৈধ কারবার চলছে কিনা তা দেখার জন্য স্বাস্থ্যদপ্তরকে বলা হয়েছে। যারা এসব অবৈধ কারবারে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


    লক্ষ্মীপুর এলাকার বাসিন্দারা বলেন, বহু বছর ধরেই বাবা ও ছেলে অবৈধ কারবার করে আসছে। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। এই কারবারে নেমেই তারা বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। দু’টি বড় বাড়ি তৈরি করে। একটি ওষুধের দোকানও তারা করেছে। সেই দোকানের বৈধ নথি রয়েছে কিনা তা নিয়ে স্থানীয়রা সন্দিহান। স্থানীয়দের দাবি, বর্ধমানে তাদের মতো আরও অনেক ভুয়ো ডাক্তার রয়েছে। নামী ডাক্তারের মতো তাদের চেম্বারেও ভিড় হয়।


    সেটা কীভাবে সম্ভব? এক বাসিন্দা বলেন, ভুয়ো ডাক্তারদের সঙ্গে দালালদের সুসম্পর্ক রয়েছে। তারা দালালদের মোটা টাকা কামিশন দেয়। তারা গ্রামের রোগীদের মগজধোলাই করে ভুয়ো ডাক্তারদের কাছে নিয়ে আসে। ভুয়ো ডাক্তারদের অনেক নকল নার্সিংহোম রয়েছে। সেখানে রোগী ভর্তি রেখে তারা মোটা টাকা বিল করছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, নথি ছাড়া কীভাবে নার্সিংহোমগুলি চলছে সেটা বুঝে উঠতে পারছি না। সেখানে গর্ভপাত সহ সমস্ত ধরনের অবৈধ কাজ হচ্ছে। স্বাস্থ্যদপ্তরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। তারা কী করছে নজর রাখছি। অনেক নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা নেই। তারপরও তারা রোগীদের ভুল তথ্য দিয়ে রোগীদের ভর্তি করছে। ছুটির সময় মোটা টাকা বিল ধরাচ্ছে। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, অনেক সময় শুনি বিভিন্ন জায়গা থেকে ভ্রুণ উদ্ধার হচ্ছে। কিন্তু সেগুলি কোথা থেকে আসছে তা জানা যায়নি। এধরনের অবৈধ নার্সিংহোমগুলিতেই গর্ভপাত করানো হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, লাগাতার অভিযান শুরু করা হবে। কোথাও বৈধ কাগজ ছাড়া নার্সিংহোম চললে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নকল ওই নার্সিংহোমে গর্ভপাত করা হতো কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)