• দেদার টাকা উড়ছে, টুপটাপ পড়ছে কয়েনও, হইহই কাণ্ড বাংলায়
    এই সময় | ২৪ ডিসেম্বর ২০২৪
  • আকাশ থেকে নাকি টাকা পড়ছে! ৫০, ১০০, ২০০ টাকার নোট তো উড়ছেই। ২ টাকা, ৫ টাকার কয়েনও নাকি উপর থেকে পড়ছে টুপটাপ। এই খবর ছড়াতেই শোরগোল পড়ে যায় মালদার হবিবপুরে। কেউ কেউ সব কাজ ফেলে সেখানে দৌড়েছেন। ঘটনাটি ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ এলাকার। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদি ভিডিয়োর সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। তবে এলাকা একেবারে সরগরম।

    মঙ্গলবার সকালে এলাকার বাড়িগুলিতে কোনও লোকজন নেই। সংসারের কাজ শিঁকেয় তুলে বাড়ির মেয়ে বউরা রাস্তায় নেমেছেন। ঘরের ছেলে-বুড়োরাও পথে। টাকা কুড়োচ্ছেন সকলে মিলে। অনেকে আবার ক্যামেরার সামনে কড়কড়ে নোট হাতে পোজ়ও দিয়েছেন। এর নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট হয়নি। তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, এ রকম একটা বিষয় কানে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে।

    তবে এ ভাবে আকাশ থেকে টাকা ওড়ার গল্প নতুন নয়। ২০১০ সালে কলকাতায় বেন্টিঙ্ক স্ট্রিটে একটি বিল্ডিং থেকে টাকা ওড়ার খবরে হইহই পড়ে যায়। পরে জানা যায়, ওই বিল্ডিংয়ে একটি বাণিজ্যিক সংস্থার দপ্তর আছে। সেখানে ডিআরআই বা রাজস্ব গোয়েন্দা দপ্তর অভিযান চালিয়েছিল সে দিন।

    দেখা গিয়েছে কখনো ২০০ কখনো ৫০ টাকা ৫ টাকা ২ টাকা পরছে আকাশ থেকে তা ঘিরে হৈচৈ পড়ে যাই এলাকায় সেই টাকার পরছে। এমনই খবর ছড়াতেই বিভিন্ন এলাকা থেকে জমায়েত হচ্ছে সাধারণ মানুষ। অনেকে আবার টাকা কুড়িয়েও নিয়ে বাড়ি যাচ্ছে। দেখা গেল এমনই ছবি সোশ্যাল মিডিয়ায়। অনেকে সেই টাকা পুরাতে ভিড় করছে।

  • Link to this news (এই সময়)