• চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...
    আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: জেলা সদর চুঁচুড়ায় উদ্বোধন হল উচ্চমানের লন টেনিস কোর্টের। মঙ্গলবার বল সার্ভ করে কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, সুইমিংয়ের ব্যবস্থাও রয়েছে শহর চুঁচুড়ায়। এবার লন টেনিস কোর্ট তৈরি হল শহরের প্রাণকেন্দ্র সুইমিং ক্লাবের পাশে। 

    আগামী দিনে এই কোর্টে প্রশিক্ষণ নিয়ে লন টেনিসে অনেক খেলোয়ার উঠে আসবে, সে বিষয়ে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেনিস কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, অতিরিক্ত জেলাশাসক, সদর মহকুমা শাসক সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। হুগলির চুঁচুড়া শহর খেলোয়ার তৈরির আঁতুরঘর। এই শহর থেকে অতিতে যেমন সুরজিৎ সেনগুপ্ত, তনুময় বসু, স্বরূপ দাস সহ অনেক ফুটবলার পেয়েছে বাংলা তথা দেশ। আবার ক্রিকেটের ক্ষেত্রে অভিষেক পোরেল, অনুষ্টুপ মজুমদার, তিতাস সাঁধুর মতো ক্রিকেটারও উঠেছেন। তৈরি হয়েছেন অনেক সুইমার, ভলিবল খেলোয়ার। এক সময় হকি, বক্সিং খেলোয়ার তৈরি হয়েছে এই শহরে। এবার টেনিস খেলার সুযোগ তৈরি করে দিল চিনসুরা সুইমিং ক্লাব। ক্লাবের ঠিক পাশেই তৈরি হয়েছে লন টেনিস কোর্ট। 

    চন্দননগর পুলিশ কমিশনার নিজে টেনিস খেলা পছন্দ করেন। পুলিশ কমিশনার বলেছেন, নানা ধরনের খেলার জন্য পরিকাঠামো তৈরি হচ্ছে। চুঁচুড়া শহরে খেলার মাঠের অভাব নেই। সেখানে যাতে খেলোয়াররা আসেন, তার ব্যবস্থা করতে হবে। যারা অর্থনৈতিক ভাবে দুর্বল, তাদের জুতো, র‍্যাকেট দিয়ে সাহায্য করা হবে। ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)