বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল
আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পছন্দ নয় বনদপ্তরের ছাগল। বেশি পছন্দ গ্রামবাসীদের পালিত ছাগল। আর সেই ছাগলের জন্যই পুরুলিয়ার বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের কোলে রাহানদা গ্রামের কাছে অতর্কিত হানা দিল বাঘিনী জিনাত। তার হানার সামনে পড়তে হয়েছে ছ’টির বেশি ছাগলকে। যার জন্য আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মনে।
বন দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেলপাহাড়ি ছেড়ে এইমুহূর্তে বাঘিনী জিনাত চলে গিয়েছে পুরুলিয়ায়। সেখানে রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলে সে আছে বলে বন দপ্তর জানতে পেরেছে। তাকে খাঁচাবন্দি করার জন্য তাদের তরফে যে ছাগল টোপ হিসেবে দেওয়া হচ্ছে তা একেবারেই পছন্দ নয় তার। আবার এই এলাকার বহু বাসিন্দা বাড়িতে ছাগল প্রতিপালন করেন। স্বাভাবিকভাবেই বাঘিনীর আক্রমণে ছাগল মারা গেলে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাইকা পাহাড়ের কাছে তাঁরা ছাগল চড়ান। ফলে যতক্ষণ না পর্যন্ত তাঁরা তাঁদের ছাগল সেখান থেকে ফিরিয়ে না আনতে পারছেন ততক্ষণ অবধি দুশ্চিন্তায় থাকছেন।
পাশাপাশি তাঁরা আতঙ্কিত, রাতের দিকে বাঘিনী গ্রামে ঢুকে পড়বে কিনা। যদিও জিনাতের গলার রেডিও কলারের মাধ্যমে তার উপর ২৪ ঘন্টাই নজর রাখা হচ্ছে কিন্তু তারপরও যতক্ষণ না পর্যন্ত সে ধরা পড়ছে ততক্ষণ গ্রামবাসীদের মন থেকে চিন্তা যাচ্ছে না।