• আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
    আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভিড় হচ্ছে না বালিকা বিদ্যালয়ে। অথচ ভিড় বাড়ছে কো–এড স্কুলে। যার জন্য ছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কোচবিহারের ঘোকসাডাঙার একমাত্র বালিকা বিদ্যালয় বৃষকেতু ধর্মেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে। পরিস্থিতি দেখে উদ্বিগ্ন শিক্ষিকারা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে তাঁদের বাড়ির মেয়েদের স্কুলে পাঠাতে অনুরোধ জানাচ্ছেন। 

    এই স্কুলটি মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের একমাত্র বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ে আছে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা। স্কুলটিও যথেষ্ট পুরনো ও ঐতিহ্যবাহী। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এখানে ছাত্রীরা সেভাবে ভর্তি হচ্ছে না। তারা চলে যাচ্ছে অন্য স্কুলে। ফলে বিদ্যালয় বাঁচাতে এবার পথে নেমেছেন শিক্ষিকারা। কেন ছাত্রীরা এখানে না এসে অন্য স্কুলে যাচ্ছে তা জানতে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নিচ্ছেন তাঁরা। অনুরোধ জানাচ্ছেন নতুন বছরে তাঁদের স্কুলে ছাত্রী পাঠানোর জন্য। 

    শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি বিশ্বেশ্বর বর্মণ বলেন, ‘‌গত কয়েকবছর ধরে আমাদের স্কুলের ছাত্রী সংখ্যা কমে যায়। এর জন্য স্কুলের শিক্ষিকারা প্রতিদিন ৩–৪ ঘন্টা এলাকার বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন। দেখা যাক নতুন বছরে কতটা সাফল্য আসে।’‌ 

     

     
  • Link to this news (আজকাল)