মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন
আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাংলার অন্যতম বড় ও জনবহুল জেলা মুর্শিদাবাদ। লোকসংখ্যা প্রায় ১ কোটি। প্রশাসনিকভাবে এই জেলা পরিচালনা বেশ কষ্টসাধ্য। তাই বেশ কয়েক বছর আগেই মুর্শিদাবাদ জেলা ভাগের কথা ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার দ্রুত জেলা ভাগের পক্ষে সরব হল মুর্শিদাবাদের 'জেলা সংগ্রাম সমিতি'। এই অন্দোলনের নেতৃত্বে রয়েছেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান বাপ্পা।
দাবি আদায়ে সোমবার জঙ্গিপুরের মহকুমা শাসকের কাছে জেলা সংগ্রাম সমিতির পক্ষে ডেপুটেশন জমা দেওয়া হয়। এছাড়াও মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করা হয়। মূলত উত্তর মুর্শিদাবাদের উন্নয়নের স্বার্থে এই সংগ্রামে জেলার জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে যোগ দেওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
সংগঠনের নেতা হাসানুজ্জামান বাপ্পা বলেন, "২০২২ সালের ১ অগাস্ট মুর্শিদাবাদ জেলা ভাগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছিলেন ৬ মাসের মধ্যে পৃথক জেলা হবে। কিন্তু দু'বছরের বেশি পার হয়ে গেল, অথচ জেলা ভাগ হল না। এতে জঙ্গিপুর, ফরাক্কা, সামশেরগঞ্জের মানুষের প্রবল অসুবিধা হচ্ছে। বহরমপুর গিয়ে প্রশাসনিক কাজকর্ম সবসময় করা যায় না। প্রশাসনিক পরিষেবাও ব্যহত হয়। তাই সম্পূর্ণ অরাজনৈতিক একটি মঞ্চ জেলা সংগ্রাম সমিতি তৈরি করে আমরা দ্রুত জেলা ভাগের দাবি করছি।"
মূলত মুর্শিবাদের উত্তরপ্রান্তকে নিয়ে পৃথক জেলার দাবি জানানো হচ্ছে। এক্ষেত্রে জেলা সদর হবে জঙ্গিপুর।